X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইমরানের সম্ভাব্য মন্ত্রিসভায় যারা থাকছেন

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ২৩:৪৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১০:১১

সাধারণ নির্বাচনে নিজ দল পিটিআই-এর জয়ের ফলে আগামী সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে পিটিআই নেতা ইমরান খানের। শপথগ্রহণের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও এরমধ্যেই শুরু হয়েছে ইমরানের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আলোচনা। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোরও চোখ এখন কারা থাকছেন নতুন সরকারের মন্ত্রিসভায় তার ওপর।

ইমরানের সম্ভাব্য মন্ত্রিসভায় যারা থাকছেন পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইমরান খানের মন্ত্রিসভা ঢাউস আকৃতির হবে। এটি হবে ১৫-২০ জনের তুলনামূলক ছোট কেবিনেট। এখন পর্যন্ত সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন পিটিআই নেতা আসাদ উমর, পারভেজ খাট্টার, চৌধুরী মোহাম্মদ সারওয়ার, জারতাজ গুল, আরিফ আলভি, ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি।

নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ফলে জোট সরকার গঠন করতে হবে দলটিকে। সেক্ষেত্রে জোটসঙ্গী হিসেবে সম্ভাব্য মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পিএমএল কিউ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টির কয়েকজন সদস্য।

সবকিছু ঠিকঠাক থাকলে মন্ত্রিসভায় পাঁচজনের উপস্থিতি অনেকটা নিশ্চিত বলা চলে। তারা হচ্ছেন আসাদ উমর, পারভেজ খাট্টার, শিরিন মাজারি, জাহাঙ্গীর খান তারিন ও শাহ মাহমুদ কুরেশী।

ইসলামাবাদ-৩ আসন থেকে নির্বাচিত আসাদ উমর এনগ্রো পাকিস্তান নামের একটি প্রতিষ্ঠানের সিইও ছিলেন। একজন সাবেক সেনাসদস্যের পুত্র আসাদ উমর অর্থমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী শিরিন মাজারি একটি ইংরেজি দৈনিকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ সরকারের এক সময়ের মন্ত্রী জাহাঙ্গীর খান তারিন এবারের মন্ত্রিসভায়ও ঠাঁই পেতে পারেন। তবে এবার তার রাজনৈতিক পরিচয় ভিন্ন। ইমরানের দলের হয়েই এবার মন্ত্রী হচ্ছেন তিনি।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টারও ঠাঁই পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পিটিআই-এর ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশী। সূত্র: জিও নিউজ, দ্য নিউজ, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি