X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে নিরাপত্তা অভিযানে পুলিশ সদস্য নিহত, আহত ৩

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১০:০৮আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১০:১৪

ভারত নিয়ন্ত্রিন জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে নিরাপত্তা অভিযানে ভারতীয় পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার বাতমালো এলাকায় এই অভিযানে আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কাশ্মিরে নিরাপত্তা অভিযানে পুলিশ সদস্য নিহত, আহত ৩

ভারতীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে ওই এলাকায় অভিযান চালানোর সময়ে এসব পুলিশ সদস্যরা হতাহত হয়।

জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এসপি বৈদ্য টুইটারে জানিয়েছেন, ‘নির্দিষ্ট খবরের সূত্রে জঙ্গিদের আস্তানা ঘিরে শ্রীনগরের বাতমালো এলাকায় অভিযান চালানো হয়। এতে গোলাগুলির সময় এক পুলিশ সদস্য নিহত, কাশ্মির পুলিশের এক সদস্য ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অপর দুই সদস্য আহত হয়।’ অভিযান এখনও চলছে বলেও জানান তিনি।

বারামুল্লাহ জেলার রাফিয়াবাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার একদিন পরেই পুলিশ সদস্য হতাহত হওয়ার ঘটনা ঘটলো। সম্প্রতি কাশ্মিরে পুলিশের নিরাপত্তা অভিযানের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযানে প্রাণহানির শিকার হয়েছেন আরও অনেকে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
ভারতের মসলা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে