X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইতালিতে সড়ক সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ২৩:১৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:১৬

ইতালির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী জেনোয়ায় সড়ক সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইতালিতে সড়ক সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ মঙ্গলবার মহাসড়কের ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। ওই সময় ভারি বৃষ্টি হচ্ছিল। এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৯০ মিটার (২৯৫ ফুট) উচ্চতার সেতুটি ধসে পড়ার সময় সেটির উপর যানবাহনের দীর্ঘ লাইন ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তারা লোকজনকে ধ্বংসস্তুপ থেকে তুলে আনার চেষ্টা চালান।

সেতুর ৫০ মিটার নিচ পর্যন্ত ধ্বংসাবশেষ খুঁড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। জীবিত উদ্ধার করা একাধিক ব্যক্তিকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে।

একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। ১৯৬০-এর দশকে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

স্থানীয় সম্প্রচার মাধ্যমের ফুটেজে দেখা যায়, পোন্তে মোরানদি সেতু ধসে অনেক ধুলা উড়ছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, সড়ক সেতুটির প্রায় ২০০ মিটার ধসে গেছে।

এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ইতালির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ