X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করলো নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৮, ১২:৩২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১২:৩৯
image

নিউ জিল্যান্ডে বিদেশি নাগরিকদের কাছে বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির পার্লামেন্ট। নিউ জিল্যান্ডের মানুষের আবাসন সংকটের সমাধান করতে এবং গৃহায়ন ব্যবস্থাকে সাশ্রয়ী করতে এ নিষেধাজ্ঞা জারি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এ নিষেধাজ্ঞা শুধু নন-রেসিডেন্ট বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

প্রতীকী ছবি
বেশ কিছুদিন ধরে গৃহায়ন সংকটে ভুগছে নিউ জিল্যান্ড। কম মুনাফার হার, সীমিত আবাসন ও অভিবাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মূল্য বেড়েছে। বাড়ির মালিকানা পাওয়ার বিষযটি অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। বিদেশি ক্রেতারা বাড়ি কেনায় অবকাঠামো খাত ও বাড়ির দাম বাড়ছে বলে আশঙ্কা তৈরি হয়।  

বিদেশি মালিকানা ও নিউ জি ল্যান্ডের বড় বড় শহরে আবাসন সংকটের বিষয়টি গত বছরের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছিল। ওই ইস্যুকে কেন্দ্র করেই কনজারভেটিভ ন্যাশনাল পার্টির ৯ বছরের শাসনের অবসান হয়। এখন নিউ জিল্যান্ডের ক্ষমতায় রয়েছে মধ্যম-বামপন্থী জোট সরকার। বুধবার (১৫ আগস্ট) আবাসন সংকট সমাধানে নিউ জিল্যান্ডের পার্লামেন্টে ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট নামে একটি বিল পাস করতে সক্ষম হয় তারা। ৬৩-৫৭ ভোটে বিলটি পাস হয়।

এ বিলের আওতায় বিদেশিরা এখন বেশিরভাগ ধরনের বাড়ি কেনা থেকে নিষিদ্ধ থাকবে। তবে নতুন অ্যাপার্টমেন্টে সীমিত বিনিয়োগ করতে পারবে তারা। অবশ্য, রেসিডেন্সি সুবিধাপ্রাপ্ত বিদেশিদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট নাগরিকরা নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। নিউ জিল্যান্ডের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ডেভিড পার্কার পার্লামেন্টে পাস হওয়া বিলটিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘এ সরকার বিশ্বাস করে অপেক্ষাকৃত ধনী বিদেশি ক্রেতাদের দাপটের কাছে নিউ জিল্যান্ডবাসীকে হার মানতে দেওয়া যাবে না। এটি লেকের পাশের কোনও সুন্দর বাড়ি হোক, কিংবা সমুদ্রের সামনের ঘর হোক কিংবা হোক না সেটা আধুনিক সাজে সজ্জিত একটি বাড়ি, যেটাই হোক না কেন এ আইনের মধ্য দিয়ে নিশ্চিত হবে যে আমাদের বাড়ির বাজার নিউ জিল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটা আন্তর্জাতিক বাজারে যাবে না।’

অবশ্য বিরোধীদের দাবি, এ নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয় এবং এর মধ্য দিয়ে কোনও সমস্যার সমাধান করা যাবে না।

নিউ জিল্যান্ডের গৃহায়ন খাতের সবচেয়ে বড় ও আকর্ষনীয় ক্রেতা হলো চীনা বিনিয়োগকারীরা। সিলিকন ভ্যালির ধরকুবের পিটার থিলের মতো কতিপয় সম্পদশালীও নিউ জিল্যান্ডের নাগরিক হয়েছেন এবং দেশটিতে সম্পদ ক্রয় করেছেন।

গত ১০ বছরে নিউ জিল্যান্ডে আবাসনের গড় মূল্য ৬০ শতাংশেরও বেশি বেড়েছে। আর দেশের বৃহত্তম শহর অকল্যান্ডে এ মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে গৃহায়ন বাজার কিছুটা স্থিতিশীল হয়। জুনের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় শতাংশ বাড়ির ক্রেতা নিউ জিল্যান্ডের নাগরিক অথবা রেসিডেন্ট। আর তিন শতাংশেরও কম বাড়ি বিদেশিরা কিনেছে।

/এফইউ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সর্বশেষ খবর
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু