X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লন্ডনে মসজিদের কাছে বিদ্বেষমূলক হামলা, আহত ৩

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:০১

উত্তর-পূর্ব লন্ডনের একটি মসজিদের পাশে লোকজনের জটলার কাছে বিদ্বেষমূলক গাড়ি হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ হামলায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লন্ডনে মসজিদের কাছে বিদ্বেষমূলক হামলা, আহত ৩ ঘটনাস্থল সংলগ্ন মসজিদটি ইসলামিক সেন্টার হিসেবেও ব্যবহৃত হয়। রাতের বেলায় সেন্টারটির সামনে থাকা লোকজনের ওপর গাড়ি তুলে দেয় এক ব্যক্তি। এরপর গাড়ি নিয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই গাড়িতে থাকা লোকজন ‘নোংরা মুসলিম’ জাতীয় ইসলামবিদ্বেষী মন্তব্য করছিল।

বুধবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগসূত্র নেই। হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে এর তদন্তকাজ পরিচালনা করবে স্কটল্যান্ড ইয়ার্ড। ওই গাড়ির চালক ও এর আরোহীদের খুঁজে বের করার চেষ্টা চালাবেন তদন্তকারীরা।

মসজিদ সংলগ্ন অক্সগেট লেনে পথচারী মুসল্লিদের ওপর এ হামলা চালানো হয়। এতে আহত তিনজনের একজন পায়ে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মসজিদটিতে সিরিজ লেকচারের আয়োজন করে হুসাইনি অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আমাদের সম্প্রদায়ের ওপর এমন হামলা খুবই বেদনাদায়। আমরা একটি বৈচিত্র্যময় এবং সহনশীল সমাজে বসবাসের জন্য গর্বিত। এ ব্যাপারে আমরা অটল-অবিচল থাকবো।

ওই হামলার কিছুক্ষণ আগেই ইসলামিক সেন্টার হিসেবে ব্যবহৃত মসজিদটিতে খবর আসে যে, বাইরে একটি গাড়ির আরোহীরা অসামাজিক আচরণ করছে। তারা মাদক সেবন করছে।

গাড়িটিতে চারজন আরোহী ছিলেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। এদের সবার বয়স ২০ বছরের মধ্যে। লোকজন তাদের গাড়িটি পার্কিং করে রাখার অনুরোধ করেছিল। তবে তারা সেটা না করে উল্টো ইসলামিক সেন্টারে আসা পথচারীদের ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেয়।

/এমপি/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!