X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের জয়পুরে জিকা ভাইরাসে আক্রান্ত ২৯, বিহারেও সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৬:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৪
image

ভারতের রাজস্থানের জয়পুরে জিকা ভাইরাস আক্রান্ত ২৯ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বিহারেও জারি করা হয়েছে সতর্কতা। এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়। তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দলও ঘটনাস্থলে গেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই; পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস ছড়ায়

এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। জ্বর, জয়েন্ট পেইনসহ ছোটখাটো কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয় এ ভাইরাসের কারণে। আবার তা এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেরেও যায়। তবে বিপত্তি তৈরি হয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে।২০১৫ সালে ব্রাজিলে মাইক্রোসেফালি বা অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শত শত শিশুর জন্ম হয়। মশাবাহিত ভাইরাস জিকাকে এ ধরণের শিশু জন্মানোর কারণ বলে সেসময় জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। মাইক্রোসেফালি থাকলে মস্তিষ্কের আকার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হয় না।  গত বছর  ভারতের তামিলনাড়ু ও গুজরাটে শনাক্ত হয়েছিল জিকা ভাইরাস। আর এবার জিকা ভাইরাস আক্রান্ত ২৯ জন রোগী শনাক্ত হলো জয়পুরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। এরপর পরীক্ষার জন্য আরও বেশ কয়েকজনের রক্ত পুণের একটি গবেষণা কেন্দ্রে নেওয়া হয়। এর মধ্যে ২৯ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। 

একইসঙ্গে বিহারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।  রাজস্থানে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে বিহারের এক বাসিন্দা আছেন।  আগস্ট মাসে বাড়িতে গিয়েছিলেন তিনি। তাই সে রাজ্যের ৩৮টি জেলাতেই সতর্কতা জারি হয়েছে। তার পরিবারের সদস্যদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

সংক্রমণের আশঙ্কায় জিকা আক্রান্তদেরকে হাসপাতালে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজস্থানের স্বাস্থ্য দফতর। ঘটনাস্থলে কাজ করছে কেন্দ্রীয় সরকারের সাত সদস্যবিশিষ্ট দল। কন্ট্রোল রুম খুলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। এছাড়া চিকিৎসাকর্মীদের ১৭৯টি দলও মোতায়েন রয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বশেষ খবর
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ