X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণপন্থার বিরুদ্ধে জার্মানিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৫

বিদেশিদের ভয় ও দক্ষিণপন্থার প্রভাবের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। মানবাধিকার গ্রুপের আয়োজিত এই র‍্যালিতে বিক্ষোভকারীরা ‘অবিভাজ্য’ ও ‘বর্ণবাদের বিরুদ্ধে আমরা’ লেখা প্লাকার্ড বহন করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি বার্লিন থেকে জানিয়েছেন, র‍্যালিতে যোগ দেওয়া মানুষের সংখ্যা দেখে বিস্মিত হয়েছেন আয়োজকেরাও। হ্যাশটাগ আনটেলিবার (অবিভাজ্য) মুভমেন্টের ব্যানারে শনিবার এই বিক্ষোভ আয়োজন করা হয়। দক্ষিণপন্থার বিরুদ্ধে জার্মানিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ
২০১৫ সালে দেশটিতে দশ লাখেরও বেশি অভিবাসী প্রবেশের পর থেকে অভিবাসী বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি সমর্থন বাড়তে থাকে। অভিবাসীদের প্রবেশ কমে গেলেও গত বছর দলটি প্রথমবারের মতো জার্মানির পার্লামেন্টে প্রবেশ করেই সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয়। রবিবারে অনুষ্ঠিতব্য দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের নির্বাচনেও দলটি ভালো করবে বলে আশা করা হচ্ছে। অন্য অনেক কিছুর মধ্যে দক্ষিণপন্থী দল এফডির উত্থান, বিশেষ করে পূর্বাঞ্চলীয় জার্মানিতে দলটির শক্ত সমর্থন বাড়তে থাকার বিরুদ্ধেও এই বিক্ষোভ র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার বিক্ষোভকারীরা বার্লিনের কেন্দ্রস্থলের মধ্য দিয়ে র‍্যালি করে ব্রান্ডেনবার্গ গেটের দিকে এগিয়ে যায়। সোনালী পতাকা ও বাড়িতে বানানো ব্যানার নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যায়। বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই বলছেন মানবাধিকার ও সহিষ্ণুতার পক্ষে লড়ছেন তারা, বিশেষ করে অভিবাসীদের জন্য। এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা অন্যদের সঙ্গে থাকছি না বলে আমার ভয় হয়। যাদের সত্যিই সাহায্য দরকার সেই সব মানুষদের যদি আমরা সহ্য করা বা তাদের ভারের বোঝাকে গ্রাহ্য করছি না বলেও আমি ভীত। কেউ শুধু বিরক্ত করতে এখানে আসেনি। আরেক নারী বলেন, ‘অনেকেই আছেন যারা মনে করেন তারা (অভিবাসীরা) মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে আরও অনেক কিছু করতে পারে। তবে এখন তাদের না বলার সময়। অনেকেই আছেন তারা শুধুমাত্র খোলামেলা আর খোলামেলা মনের অধিকারী হতে চান।’

এই গণবিক্ষোভের আনুষ্ঠানিক লক্ষ্য উন্মুক্ত সমাজ গড়ার পক্ষে প্রচার চালানো। ভিন্ন ভিন্ন এজেন্ডা আর রাজনৈতিক মতাদর্শ থাকা কয়েক শত গ্রুপ যৌথভাবে এই বিক্ষোভ আয়োজন করে। তবে বেশিরভাগ অংশগ্রহণকারী এক জায়গাতে একমত যে জার্মান রাজনীতি ও সমাজে দক্ষিণপন্থার প্রভাবে উদ্বেগ বাড়ছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শরণার্থীদের স্বাগত জানানোর তিন বছর পর অভিবাসন রাজনীতি নিয়ে এখনও ভিন্ন মত রয়ে গেছে। শনিবারের বিক্ষোভের আয়োজকেরা বলছেন দুই লাখ ৪০ হাজার মানুষ অংশ নিয়েছেন। পুলিশ বলছে অংশগ্রহণকারীদের সংখ্যা লাখ লাখের কম হবে না। হ্যাশটাগ আনটেলিবার (অবিভাজ্য) এর মুখপাত্র থেরেসা হার্টম্যান বলেছেন, তারা মাত্র ৪০ হাজার মানুষের অংশগ্রহণের আশা করেছিলেন।

 

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
রবীন্দ্র চেতনায় প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন: ঢাবি উপাচার্য
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
ইংল্যান্ডের লিডস শহরে পহেলা বৈশাখ উদযাপন
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
বিজিবির কাছে বিএসএফের দুঃখ প্রকাশ
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
জাল ভোট দেওয়ায় দুজনের অর্থদণ্ড, একজনের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?