X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সেনাবাহিনীর সমর্থনে উগ্রপন্থীদের মিছিল

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১৪:০০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৪:০৯
image

 

মিয়ানমারে সেনাবাহিনীর সমর্থনে মিছিল করেছে সে দেশের উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদীরা। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-কে উদ্ধৃত করে বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবরে বলা হয়েছে, রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত সেই মিছিলে অংশ নিয়েছে এক হাজারেরও বেশি উগ্রপন্থী। রোহিঙ্গা নিপীড়নের কারণে মিয়ানমারের সেনাবাহিনী যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি, ঠিক সেই সময় এই মিছিল অনুষ্ঠিত হলো।
মিয়ানমারে সেনাবাহিনীর সমর্থনে উগ্রপন্থীদের মিছিল

বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইয়াঙ্গুনের সিটি হল বিল্ডিং-এর সামনে থেকে ওই মিছিল সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও সেনাবাহিনীর প্রতি তুষ্টিমূলক বক্তব্য-সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় উগ্রবাদীরা।   

রবিবার সেনা-সমর্থনে অনুষ্ঠিত ওই মিছিলের নেতৃত্বে ছিলেন ‘বুদ্ধিস্ট বিন লাদেন’ খ্যাত উগ্রবাদী নেতা উইরাথু। গত বছর ‘ঘৃণাযুক্ত বক্তব্য’ প্রচারের অভিযোগে উইরাথুর জনসম্মুখে কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে জেষ্ঠ্য সন্ন্যাসীদের এক কাউন্সিল। মার্চে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। মিছিলে তিনি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচারের প্রশ্নে তিনি বলেন, ‘আইসিসি যেদিন এখানে ঢুকবে.. সেদিন থেকেই আমি একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাব’।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখেরও বেশি মানুষ।  রোহিঙ্গাদের ‘বাঙালি’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ধারাবাহিক বিদ্বেষ ছড়িয়ে গেছেন উইরাথু। ফেসবুকও তাকে নিষিদ্ধ করেছিল। মিছিলে দেওয়া বক্তৃতায় তিনি হুঁশিয়ার করেন,  ‘মিয়ানমারের ইসলামীকরণ ঘটাতে বাঙালিদের রোহিঙ্গা বানিয়ে বিশ্বকে মিথ্যা তথ্য দেবেন না’।

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ