X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খাশোগির নিখোঁজের ঘটনায় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৩

সৌদি সাংবাদিক জামাল খাশোগির রহস্যজনক নিখোঁজের জন্য ‘দুর্বৃত্ত হত্যাকারীরা’ দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ট্রাম্প।

খাশোগির নিখোঁজের ঘটনায় দুর্বৃত্তরা জড়িত থাকতে পারে: ট্রাম্প

জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর আর বের হন নি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্সুল্যেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। এই অভিযোগ থেকে সৌদি সরকারকে বাঁচানোর জন্যই ট্রাম্প দুর্বৃত্তদের দোষারোপ করছেন বলে মনে করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সৌদি আরবের বাদশাহ সালমানকে ফোন করেন। ট্রাম্পের সঙ্গে কথোপকথনে সৌদি বাদশাহ দাবি করেন, জামাল খাশোগির অন্তর্ধানের বিষয়ে দেশটি জড়িত নয়। ট্রাম্প নিজে তার টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেন। এতে ট্রাম্প লিখেছেন, ‘সৌদি আরবের বাদশাহর সঙ্গে এইমাত্র কথা বললাম। সৌদি আরবের ওই নাগরিকের কি হয়েছে সে বিষয়ে তিনি জানেন না বলে জানালেন। তিনি বলেছেন, কী ঘটেছে তা জানার জন্য তারা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আমি খুব দ্রুতই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাঠাব।’

পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাদশাহ (সালমান) এই বিষয়ে কিছু জানার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।’ ট্রাম্প বলেন, ‘এটা শুনে মনে হয়েছে, দুর্বৃত্ত হত্যাকারীরা এই ঘটনায় দায়ী হতে পারে। আমি বলতে চাচ্ছি, কে জানে? আমরা দ্রুতই এই ঘটনার তলানিতে পৌঁছাতে যাচ্ছি, কিন্তু সৌদি বাদশাহ বিষয়টি সোজাসুজি অস্বীকার করেছেন।’

/আরএ/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ