X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধেয়ে আসছে বড় সংকট: বিশ্ব খাদ্য কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ০০:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০১:৫৯

ক্ষুধা, জলবায়ু পরিবর্তন এবং মনুষ্য সৃষ্ট সংঘাতের সংযোগে তৈরি হওয়া বড় সংকট বিশ্ববাসীর দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মঙ্গলবার রোমে সংস্থার সদর দফতরে দেওয়া এক ভাষণে এই সতর্কতা উচ্চারণ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বেসলি। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়ন তিনটি বাধার মুখোমুখি হচ্ছে। এগুলো হলো সংঘাত, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক ধ্বস। বেসলি বলেন, ‘আপনাদের জন্য আতঙ্কজনক খবর হচ্ছে বড় সংকট ধেয়ে আসছে’। এ থেকে উত্তরণে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বে প্রতি পাঁচ থেকে দশ সেকেন্ডে একজন করে শিশু ক্ষুধার কারণে মারা যাচ্ছে
গত ৮ অক্টোবর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃরাষ্ট্রীয় প্যানেল (আইপিসিসি) তাদের এক বিশেষ প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলে, কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকলে ১২ বছরের মধ্যে পৃথিবীতে খরা,বন্যা আর ভয়াবহ তাপপ্রবাহের মতো মহাবিপর্যয় নেমে আসতে পারে। উষ্ণতা বৃদ্ধির বিপর্যয়পূর্ণ এই মাত্রার লাগাম টেনে ধরতে‘সমাজের সবক্ষেত্রে দ্রুত,বহুদূরপ্রসারিত ও নজিরবিহীন পরিবর্তন’র অপরিহার্যতা তুলে ধরে জাতিসংঘ প্যানেল। এছাড়া বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলছে যুদ্ধের বাস্তবতা। অর্থনৈতিক সংকট ও যুদ্ধের হাত থেকে বাঁচতে অভিবাসী হচ্ছে বিপুল মানুষ।

এমন বাস্তবতায় জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান মঙ্গলবার জানান, ক্ষুধা ও অপুষ্টিতে বিশ্বে প্রতি পাঁচ থেকে দশ সেকেন্ডে একজন করে শিশু মারা যাচ্ছে। এমন বাস্তবতায় বিশ্বে খাদ্য অপচয় নিয়েও সতর্কতা দেন তিনি। বেসলি জানান, উৎপাদন প্রক্রিয়া ছাড়াও মানুষের রান্নাঘরেও থাবার অপচয় হচ্ছে। শ্রোতাদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘উত্তর শুধু রোমে নয় আপনাদের বাড়িতেও আছে। এটা নিয়ে আপনারা কি ভাবছেন’?

বেসলি বলেন, ‘ধনী দেশগুলোর সহজে এড়িয়ে যাওয়ার মতো সমস্যা  এটা নয়, অভিবাসী সংকট হয়ে এটা তাদের দরজায় কড়া নাড়ছে’। তিনি বলেন, ‘বিশ্বে প্রতি এক শতাংশ ক্ষুধা বাড়লে অভিবাসী বাড়ছে দুই শতাংশ’।

জাতিসংঘের সর্বশেষ ক্ষুধা রিপোর্ট বলছে, গত বছর বিশ্বে ৮২ কোটিরও বেশি মানুষ বা প্রতি নয়জনে একজন ক্ষুধায় ভুগেছে। এনিয়ে পরপর তিন বছর ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লো। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী ১৫ কোটি ৫০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। আর পুষ্টির সংগায় পরিবর্তন এনে ‘গোপন ক্ষুধা’র হিসাব ধরলে বিশ্বের ২০০ কোটি মানুষ এর আওতায় পড়বে। একই সময়ে বিশ্বের ৬ কোটি মানুষ মোটা হওয়া জনিত সমস্যায় (স্থুলতা) ভুগছে। এফএও’র প্রধান জোস গ্রাজিয়ানো দ্য সিলভা বলেন, বিশ্বজুড়ে স্থুলতার সমস্যার ব্যয় সশস্ত্র সংঘাত ও ধুমপানের মতোই ব্যয়বহুল।

ভ্যাটিকানের এক প্রতিনিধির পড়ে শোনানো ভাষণে পোপ ফ্রান্সিস বলেন, এসব বিষয়ে আন্তর্জাতিক সহমর্মিতা ঝিমিয়ে পড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর গবেষণায় দরিদ্র মানুষের দুর্ভোগ থাকছে না, বরং তা হৃদয়গ্রাহী প্রকাশনা হয়ে লাইব্রেরির ক্যাটালগের শোভা বাড়াচ্ছে। তিনি বলেন, ‘ক্ষুধার কারণের বিরুদ্ধে যখন কার্যকরভাবে মোকাবিলা করার সময় তখন শুধু বিশাল ঘোষণা কাজের জিনিস নয়’। পোপ বলেন, ‘ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে অতিদ্রুত প্রয়োজন উদার অর্থায়ন, বাণিজ্য বাধা দূর এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন, অর্থনেতিক সংকট এবং যুদ্ধবিগ্রহের কার্যকর প্রতিরোধ’।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে