X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘সৌদি কূটনীতিকদের জিজ্ঞাসাবাদ করতে পারে তুরস্ক’

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১১:৪৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৫১

সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে তুরস্ক। মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেতলুভ কাভুসোগলু এ কথা বলেছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেতলুভ কাভুসোগলু

জামাল খাশোগি গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার। আর সৌদি যুবরাজের নির্দেশেই এই কাজ হয়েছে বলে ধারণা পোষণ করছেন অনেকে। ঘটনাটি তদন্তের জন্য এখন পর্যন্ত কোনও সৌদি কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এবার তাদের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কুদরেত ওজেরসায়ের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনের মেতলুভ বলেন, ‘এটা প্রধান প্রসিউকিউটর দফতরের সিদ্ধান্ত যে, কাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দরকার হলে প্রসিকিউটররা এই ঘটনা সাক্ষীকে (কনস্যুলেটের যেকোনও সৌদি কর্মকর্তা) জিজ্ঞাসাবাদ করতে পারে।’

মেতলুভ এই তদন্তের স্বচ্ছতা ও ফলপ্রসু দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘পরিস্থিতি সবার সামনে এমনভাবে পরিষ্কার হবে যাতে কারও মনে কোনও প্রশ্ন না থাকে। চাইলে সৌদি কনস্যুলেট নিজের দেশে যেতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনও সৌদি কূটনীতিক নিজের দেশে যেতে চান, তারা যেতে পারেন। এক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।’

সোমবার তুরস্কের তদন্তকারী দল কনস্যুলেট ভবনে তল্লাশির পর দেশটির  প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনের কিছু বস্তুতে রঙ করা হয়েছে। এরদোয়ান বলেন, ‘আমি আশা করি যত দ্রুত সম্ভব আমরা আপনাদের গ্রহণযোগ্য উপসংহার দিতে পারব। কারণ, তদন্তে অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখা হচ্ছে। যেমন- বিষাক্ত বস্তু এবং রঙ লাগিয়ে যেসব বস্তু আড়াল করা হয়েছে।’ সৌদি কনস্যুলেটে তল্লাশির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মেতলুভ বলেন, ‘খাশোগির ভাগ্যে কী ঘটেছে তা প্রকাশ করার জন্যই এটা করা হয়েছে।’

তুর্কি কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, তাদের কাছে একটি অডিও রেকর্ড রয়েছে যাতে ইঙ্গিত পাওয়া গেছে খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে। তারা এই প্রমাণ সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছেও পাঠিয়েছেন। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তদন্তকারীরা তদন্তের ব্যাপ্তি বাড়াতে যাচ্ছেন। মঙ্গলবার পুলিশ সৌদি কনসালের বাসভবনে তল্লাশি চালিয়েছে। এর আগে তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলো একটি ভিডিও সম্প্রচার করেছে, যাতে দেখা গেছে, খাশোগি কনস্যুলেট ভবনে প্রবেশের দুই ঘণ্টা পর একটি বড় গাড়ি ভবন থেকে বের হচ্ছে। পরে তা কনসালের বাসভবনে পার্কিং করা রয়েছে।

/আরএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি