X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খাশোগি খুনের পেছনে রয়েছে সৌদি যুবরাজ: সাবেক এমসিক্সটিন প্রধান

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ২০:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২২:০৮

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমসিক্সটিন এর সাবেক প্রধান স্যার জন সাওয়ির। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে  সাওয়ির বলেন, এই হত্যাকাণ্ডে সৌদি সামরিক বাহিনীর দুর্বৃত্তদের দায়ী করার তত্ত্বটি বিশ্রী গল্প।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজের পর থেকেই সৌদি আরব দাবি করে আসছিলো, তিনি ইস্তানবুলের সৌদি কনস্যুলেট থেকে বের হয়ে গিয়েছিলেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রথমবারের মতো দেশটি স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিস্কারের কথাও জানায় দেশটি। সৌদি আরব যখন হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়, রিয়াদ আর ইস্তাম্বুলে তখন মধ্যরাত। তুরস্কের এক কর্মকর্তা বলেছেন, আঙ্কারার দিক থেকে মন্তব্য করার সময় এখনও আসেনি।

সৌদি নেতাদের নির্দেশে খাশোগির খুন হওয়ার প্রমাণ পাওয়া গেলে সৌদি আরবকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দেওয়ার পর সাওয়ির এমন মন্তব্য করলেন। সাওয়ির বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই দায়মুক্তি পেয়ে যাবেন, এমন চিন্তা থেকে মানুষ কতটা ভয়ংকর হতে পারে সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল  বোঝা শুরু করেছেন বলে আমি মনে করি।  তিনি বলেন, যদি এটা প্রমাণিত হয়, আর মনে হচ্ছে মামলাটিতে তাই হয়েছে যে, যুবরাজ ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দিয়েছেন, তাহলে এটা খুব দূরে নয় যে, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়া জানাবে।

 সাওয়ির জোর দিবে বলেন, সাংবাদিক খুনের ঘটনায় ’’ ‘দুর্বৃত্ত উপাদান’ তত্ত্বটি সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। আর এ ধরনের বানোয়াট গল্পে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রও নিজের সম্মান ক্ষুণ্ন করছে। তিনি এই মামলায় তুর্কি গোয়েন্দা সংস্থার কাজের প্রশংসা করে বলেন, ‘তুর্কি নিরাপত্তা সূত্রগুলো থেকে বের হওয়া বিস্তারিত তথ্যে এটা পরিষ্কার যে, অডিও রেকর্ডিংয়ের মানুষগুলো রয়েছে। তিনি বলেন,  বিস্তারিত তথ্যে এটা নিশ্চিত যে তারা খুনী দলের সদস্য আর যু্বরাজের সঙ্গে তাদের সম্পর্কও খুবই ঘনিষ্ঠ।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যদি ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে তাহলে তার পরিণতিতে ব্রিটিশ-সৌদি সম্পর্কের ওপর প্রভাব পড়বে।  তিনি বলেন, খাশোগির সন্দেহজনক হত্যার বিষয়টি যুক্তরাজ্যের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

/আরএ/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা