X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদ্রোহী গোষ্ঠী ওএনএলএফ’র সঙ্গে শান্তি চুক্তি করেছে ইথিওপিয়া

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৯

হর্ন অব আফ্রিকার দেশ ইথিওপিয়ার সোমালি অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী ওগাডেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-ওএনএলএফ’র সঙ্গে শান্তি চুক্তি করেছে দেশটির সরকার। রবিবার (২১ অক্টোবর) গ্যাস সমৃদ্ধ অঞ্চলটির এই বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। আগে ওএনএফএল’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে আসছিল ইথিওপিয়া। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শান্তি চুক্তি অনুষ্ঠানে ইথিওপিয়ার সরকার ও বিদ্রোহী পক্ষের নেতারা

১৯৮৪ সালে ইথিওপিয়ার সোমালি অঞ্চল বা ওগাডেনের স্বাধীনতার দাবিতে প্রতিষ্ঠিত হয় ওএনএলএফ। ২০০৭ সালে চীনা পরিচালিত একটি তেলের কারখানায় এক হামলায় ৭৪ জন নিহত হওয়ার পর সরকার তাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে এই বছর প্রধানমন্ত্রী আবিই আহমেদের নেতৃত্বাধীন পার্লামেন্ট সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ওএনএলএফ’কে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দেয়। আর গত আগস্ট ওএনএলএফ অস্ত্রবিরতি ঘোষণা করে।

চুক্তিতে বলা হয়েছে, দুই পক্ষই নিজেদের মধ্যে শত্রুতা বাদ দেবে আর ওএনএলএফ ‘শান্তিপূর্ণ উপায়ে তাদের রাজনৈতিক মর্যাদা অর্জন করবে’। চুক্তিতে আরও বলা হয়, এই সংঘাতের মূল কারণ নিয়ে আলোচনার জন্য দুই পক্ষ মিলে একটি যৌথ কমিটি গঠন করবে।

সরকার বলছে, ওগাডেন অঞ্চলটিতে চার লাখ কোটি কিউবিক ফিট গ্যাস ও তেলের মজুত রয়েছে। সেখানে চীনের পলি-জিসিএল পেট্রোলিয়াম কোম্পানি ২০১৩ সালে দুটি গ্যাস ক্ষেত্রের খনন কাজ শুরু করেছে।

গত এপ্রিল মাসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া আবিই আহমেদ কয়েক দশক ধরে অস্থিতিশীল থাকা দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। তিনি দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক নিপীড়নের বিষয়টি স্বীকার করে তার নিন্দা জানান। এই পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’র সঙ্গে তুলনা করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি প্রতিবেশি দেশ ইরিত্রেয়ার সঙ্গেও শান্তি স্থাপনের জন্য কাজ করছেন। দেশটির সঙ্গে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সীমান্ত যুদ্ধে লিপ্ত ছিল ইথিওপিয়া। ধারণা করা হয়, ওই যুদ্ধে প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়। 

/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
খুদে ক্রিকেটারদের ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিলো প্রাইম ব্যাংক
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু