X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খাশোগির সঙ্গে যেভাবে হৃদয়গত বন্ধনে জড়িয়েছিলেন হাতিস

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১৯:২৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:২২
image

কাজের সূত্রেই সাংবাদিক জামাল খাশোগির সঙ্গে যোগাযোগ হয়েছিল তার বাগদত্তা হাতিস চেঙ্গিসের। কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক রূপান্তরিত হয় হৃদয়গত বন্ধনে। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সেই প্রেমের সম্পর্কের প্রেক্ষাপট তুলে ধরেছেন হাতিস। জানিয়েছেন, কী করে তারা পরস্পরের নিবিড় সান্নিধ্যে এলেন।

খাশোগি ও হাতিস
বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। খাশোগি নিখোঁজ হওয়ার দিনে তার সঙ্গেই ছিলেন তুর্কি বাগদত্তা হাতিস চেঙ্গিস। তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাদের হৃদয়গত লেনাদেনা মাত্র ৬ মাসের। মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলনে পরিচয়। খাশোগি সেখানে ছিলেন বক্তা। হাতিস উপস্থিত ছিলেন গবেষক হিসেবে। প্রাথমিক পরিচয়ের সেই অনুভূতির কথা জানাতে গিয়ে হাতিস এবিসি নিউজকে বলেন, ‘এ ধরনের একজন প্রখ্যাত সাংবাদিক ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে আমি অবিশ্বাস্য রকমের দৃঢ় মনোবল অর্জন করেছিলাম।’

হাতিস জানান, ওই সম্মেলনেই তিনি খাশোগির সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন এবং সম্মতি পেয়েছিলেন। ‘প্রভাবশালী ও মহান এই সাংবাদিক আমার মতো গবেষককে সময় দিচ্ছেন ও সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন দেখে সত্যিকার অর্থে সম্মানিত হয়েছিলাম, গর্ববোধ করেছিলাম। আমাদের আলাপচারিতা খুব অল্প সময়ের মধ্যে উষ্ণতর হতে শুরু করে, শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই।’ এবিসি নিউজকে হাতিস জানান, দ্রুতই দুজনের সম্পর্ক গভীর হয়।

খাশোগিকে নিয়ে বলতে গিয়ে হাতিস এবিসি নিউজকে জানান, ‘তিনি (খাশোগি) খুব সম্মানিত, বিনয়ী ও আন্তরিক মানুষ ছিলেন। অহংকার কিংবা কাউকে অবজ্ঞা করার অভ্যাস ছিল না। বিশাল এক হৃদয় ছিল তার।’ দুজনের সম্পর্ক পরিণয়ে রূপ নিলো কী করে, তা বলতে গিয়ে হাতিস জানান, খাশোগি প্রস্তাব দিতেই তিনি তাতে সাড়া দিয়েছিলেন। ‘ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতির পাশাপাশি আমি সম্মানিত বোধ করেছিলাম। বলতে পারি, আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিলো। খুব ভালো লাগছিলো।’ এবিসি নিউজকে এভাবেই নিজের অনুভূতির কথা জানান হাতিস।

হাতিস জানান, ২ অক্টোবর জামাল খাশোগি কনস্যুলেট ভবনে প্রবেশের পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি তার ফেরার জন্য অপেক্ষা করছিলেন। ভবনটি বন্ধ করে দেওয়ার পরও খাশোগি বের না হওয়ায় চিন্তায় পড়ে যান তিনি। হাতিসের দাবি, তিনি কল্পনাও করেননি যে খাশোগিকে খুন করা হতে পারে। হাতিস জানান, খাশোগির নিখোঁজ হওয়া এবং সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তি- এ দুই ঘটনার মধ্যবর্তী ১৭ দিন তিনি আশায় বুক বেঁধে রেখেছিলেন খাশোগি জীবিত আছেন। সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির পরই তিনি বিশ্বাস করেছেন খাশোগি আর নেই।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার