X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে অপুষ্টিতে ভুগে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে: সেভ দ্য চিলড্রেন

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৮
image

ইয়েমেনে তিন বছরের গৃহযুদ্ধে প্রচণ্ডরকমের অপুষ্টিতে ভুগে প্রাণ হারাতে হয়েছে ৮৫ হাজার শিশুকে। শিশুদের অধিকার আদায়ের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের নতুন এক প্রতিবেদন থেকে এ পরিসংখ্যান জানা গেছে। গৃহযুদ্ধকে কেন্দ্র করে খাবারের দাম বৃদ্ধি ও দেশের মুদ্রার মূল্যমানের পতন হওয়ায় আরও অনেক পরিবার খাদ্যের অনিশ্চয়তায় রয়েছে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

ইয়েমেনে অপুষ্টিতে ভোগা শিশু
২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত সেনা সদস্যদের সঙ্গে একজোট হয়ে সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই বিভিন্ন সংঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইয়েমেন। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি। ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরুর পর ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে কয়েক লাখ মানুষ।

সেভ দ্য চিলড্রেনের নতুন প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৮৪ হাজার ৭শ’ শিশুর প্রাণহানি হয়েছে। জাতিসংঘের তৈরি করা পরিসংখ্যানের ভিত্তিতে চরম অপুষ্টি নিয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনা চিকিৎসায় মৃত্যুর এ হার নির্ধারণের কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি। গৃহযুদ্ধে বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ার কারণে ইয়েমেনের আরও অনেক মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন। খাদ্য আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হুদাইদাহ বন্দরের চারপাশে প্রচণ্ড লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

একসময় ইয়েমেনের মোট খাদ্য আমদানির ৯০ শতাংশই হুদাইদাহ বন্দর দিয়ে আসতো। বন্দরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এ বন্দর দিয়ে বাণিজ্যিক আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। ৪৪ লাখ মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট ছিল। এর মধ্যে ২২ লাখ শিশু রয়েছে।

পূর্ববর্তী বিভিন্ন গবেষণার ভিত্তিতে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে সতর্ক করা হয়, যদি প্রচণ্ড অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা না দেওয়া হয় তবে বছরে প্রায় ২০-৩০ শতাংশ শিশু প্রাণ হারাবে। 

 

/এফইউ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা