X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরের শুরুতেই ইয়েমেন শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত ম্যাটিসের

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৮:২০আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৯:৫২

তিন বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ অবসানে আসন্ন ডিসেম্বরের শুরুতেই সুইডেনে শান্তি আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। গত ১৬ নভেম্বর (শুক্রবার) ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিতস নিরাপত্তা পরিষদে জানিয়েছিলেন, যুদ্ধরত পক্ষগুলো আলোচনায় বসার ‘দৃঢ় নিশ্চয়তা’ দিয়েছে। বুধবার ম্যাটিস বলেন, মনে হচ্ছে ডিসেম্বরের শুরুতেই সুইডেনে আমরা হুথি বিদ্রোহী ও যুক্তহরাষ্ট্র সমর্থিত সরকার দুই পক্ষকেই দেখতে পাবো।  বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, গত সেপ্টেম্বরে জেনেভায় এই ধরণের একটি শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যায়। তিন দিন ধরে হুথি বিদ্রোহীদের জন্য অপেক্ষার পর তা বাতিল করে দেওয়া হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের নির্বাচিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে উৎখাত করে রাজধানী সানা দখল করে নিলে ২০১৫ সালে দেশটিতে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বেশিরভাগ জনগোষ্ঠীই এখন নিয়ন্ত্রণ করছে হুথিরা। আর আন্তর্জাতিকভাবে নির্বাসিত সরকার শুধুমাত্র দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকা। সম্প্রতি যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইয়েমেন যুদ্ধ বন্ধে সৌদি-আমিরাত জোট ও হুথি বিদ্রোহীদের আহ্বান জানিয়েছে। ইয়েমেন যুদ্ধকে অনেকেই সৌদি আরব ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিতস দুই পক্ষের আলোজচনায় বসার নিশ্চয়তা পাওয়ার কথা জানান। বলেন, এই সপ্তাহে সানা সফর করে হুথিদের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে আলোচনায় করবেন তিনি।বুধবার তিনি সানা সফর করেছেন আর বৃহস্পতিবার তার ইয়েমেনের বন্দরনগরী হোবায়দাহ সফরের কথা রয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এই বন্দর দিয়ে দেশটির বেশিরভাগ আমদানি ও ত্রাণ সরবরাহ এসে থাকে।

গ্রিফিতসের পদক্ষেপের ওপরেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ম্যাটিস বলেন, কিছু যুদ্ধ বাদে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোবায়দাহ ঘিরে আক্রমণাত্মক অভিযান বন্ধ রেখেছে  সৌদি আরব ও আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এর মুখপাত্র হেদার নুয়ের্ট বলেছেন, কোনও অবস্থাতেই পক্ষগুলোর আর দেরি করা বা ভ্রমণ কিংবা ভ্রমণের জন্য যানবাহণের শর্তের জন্য জোর করা ঠিক হবে না। এখন সরাসরি কথা বলার সময়।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী,তিন বছরের ইয়েমেন যুদ্ধে নিহত হয়েছে ৫৬ হাজারেরও বেশি মানুষ। দেশটি৬র দুই কোটি ২০ লাখ মানুষ এখন ত্রাণের ওপর পুরোপুরি নির্ভরশীল। আট কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে। যদিও জাতিসংঘের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে, এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট