X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পরিবেশবাদী হত্যায় হন্ডুরাসে সাতজনের দণ্ড, পরিবারের অসন্তোষ

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ১৯:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:১৮

বাঁধ নির্মাণের প্রতিবাদ করে পুরস্কার জেতার একবছরের মধ্যে ২০১৬ সালে খুন হওয়া এক পরিবেশবাদীকে হত্যায় সাতজনকে দণ্ড দিয়েছে হন্ডুরাসের আদালত। তবে বের্তা ক্যাসেরাস নামের ওই পরিবেশবাদী কর্মীকে হত্যার ঘটনায় অপর আট সন্দেহভাজন খালাস পেয়েছে। ক্যাসেরাসের পরিবারের সদস্যরা বলছেন হত্যাকাণ্ডে জড়িত নিম্নসারির অপরাধীরা দণ্ডিত হলেও ছাড়া পেয়েছে নির্দেশ ও অর্থদাতারা। পরিবেশবাদী হত্যায় হন্ডুরাসে সাতজনের দণ্ড, পরিবারের অসন্তোষ
২০১৬ সালে পশ্চিমাঞ্চলীয় হন্ডুরাসের লা এসপারেনজা প্রদেশের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান পরিবেশবাদী বের্তা ক্যাসেরাস। আগুয়া জারসা হাইড্রোলিক প্রজেক্ট নামে একটি বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাসেরাস। এজন্য ২০১৫ সালে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পান তিনি। ক্যাসেরাসের পরিবারের সদস্যদের দাবি বাঁধ নির্মাণ প্রতিষ্ঠান ডেসা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে দন্দ্ব ছিল। আর একারণে হত্যার হুমকি পেয়েছিলেন ক্যাসেরাস।

বৃহস্পতিবার প্রকাশিত রায়ে তিন বিচারক সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন এলভিন রাপালো, হেনরি হার্নান্দেজ, এডিলসন দুয়ার্তে এবং অস্কার গ্যালিয়াস পরিবেশবাদী ক্যাসিরাসকে হত্যা বাস্তবায়ন করেন। এই অপরাধে তাদের ৩০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়। আগামী ১০ জানুয়ারি থেকে তাদের দণ্ড কার্যকর শুরু হবে। এছাড়া সেনা কর্মকতৃঅ মারিয়ানো দিয়াজ, সাবেক সেনা সদস্য ডগলাস বাস্তিল্লো ও ওই বাঁধ নির্মাণ প্রজেক্টের ব্যবস্থাপক সার্গিও রদ্রিগেজের বিরুদ্ধেও দণ্ড ঘোষণা করে আদালত। এছাড়া অপরাধ আড়ালের চেষ্টায় অভিযুক্ত হয়েও খালাস পেয়েছেন এডিলসনের ভাই এমারসন দুয়ার্তে।

ক্যাসেরাসকে যখন হত্যা করা হয় তখন আগুয়া জারসা হাইড্রোলিক প্রজেক্টের নির্মাণকারী প্রতিষ্ঠান ডেসার নির্বাহী প্রেসিডেন্ট ছিলেন রবার্তো ডেভিড কাস্তিল্লো। তার বিরুদ্ধে হত্যার সরঞ্জাম যোগাড়ের অভিযোগ এনেছিলেন প্রসিকিউটররা। এখনও বিচারের অপেক্ষায় কারাগারে রয়েছেন তিনি। তবে নির্মাণকারী প্রতিষ্ঠানটি দাবি করে আসছে কাস্তিল্লো এবং তাদের কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়।

ঘোষিত রায়ে অসন্তোষ প্রকাশ করেছে ক্যাসেরাসের পরিবারের সদস্যরা। তারা এই হত্যার নির্দেশদাতাদেরও বিচারের মুখোমুখি করার দাবি করছেন। রায় ঘোষণার সময়ে বন্ধু, পরিবার এবং ক্যাসেরাসের গড়ে তোলা সংগঠস সিভিক কাউন্সিল অব পপুলার  ও হন্ডুরাসের বিভিন্ন পরিবেশ আন্দোলনের কর্মীরা আদালতের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হত্যার নির্দেশদাতাদের আটক ও বিচারের মুখোমুখি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ক্যাসেরাসের সংগঠনের তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই রায়ে শুধুমাত্র নিম্নসারির অপরাধীদের দণ্ড দেওয়া হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল বা যারা এই অপরাধে অর্থায়ন করেছিল তাদের বিচারের আওতায় না আনায় আমরা নিন্দা জানাচ্ছি।

/জেজে/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ