X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চায় জি-২০ দেশগুলো

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ২৩:২১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২৩:২৭

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের শেষ দিন শনিবার গৃহীত হয়েছে চূড়ান্ত ঘোষণা। এতে মোট ৩১টি বিষয় ছাড়াও রয়েছে দেশগুলোর মন্ত্রিসভা ও ওয়ার্কিংগ্রুপের অনুমোদন পাওয়া নথিগুলোর একটি তালিকা। ওই ঘোষণা সম্বলিত বিবৃতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আগামী সম্মেলনে এই সংস্কারের অগ্রগতির পর্যালোচনার কথা বলেছেন জি-২০ নেতারা। ২০১৯ সালের জুনে জাপানে অনুষ্ঠিত হবে পরবর্তী জি-২০ সম্মেলন।

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চায় জি-২০ দেশগুলো

বিবৃতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে জি ২০ নেতারা উন্নতি, উৎপাদন, উদ্ভাবন, কর্মসংস্থান ও উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি বলে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়েছে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাই সেই সুযোগ তৈরি করেছে বলে আমরা স্বীকৃতি দেই। বর্তমানে এই ব্যবস্থায় ঘাটতি দেখা দিয়েছে আর উন্নতি করার সুযোগ তৈরি করেছে। সে কারণে আমরা ডব্লিউটিও-কে কার্যক্রমে উন্নয়ন ঘটাতে প্রয়োজনীয় সংস্কারে সমর্থন জানাচ্ছি।

টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জনে ‘সব ধরণের নীতিগত উপায়’ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন জি ২০ নেতারা। তারা আরও আভাস দিয়েছেন, অর্থনৈতিক কার্যক্রম ও মূল্যের স্থিতিশীলতাকে সহায়তা করার জন্য নতুন মুদ্রা ও কর নীতির জন্য তারা প্রস্তুত রয়েছেন।

জি-২০ নেতারা বিতাড়িত অভিবাসীর সংখ্যা কমাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তাদের মতে, এই অভিবাসীরা মানবিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিণতির কারণে বৈশ্বিক উদ্বেগ হয়ে উঠেছে। বিবৃতিতে বলা হয়, আমরা এই বিতাড়িত হওয়ার মূল উৎপাটনে এক সঙ্গে কাজ করা ও তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরেছি।

জি-২০ সম্মেলনের ঘোষণায় জলবায়ু পরিবর্তন বিষয়ে প্যারিস চুক্তি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। ঘোষণায় স্বাক্ষরকারী দেশগুলো নিশ্চিত করেছে যে, প্যারিস চুক্তিটি অপরিবর্তনীয়। চুক্তিটির পূর্ণ বাস্তবায়নে জন্য সবার প্রতি আহ্বানও জানিয়েছে দেশগুলো। বিশেষ করে তারা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় জলবায়ু পরিবর্তন রোধে কাজ করার আগ্রহের কথা বলেছে তারা।

জি-২০ ঘোষণায় প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। দেশটি সব জ্বালানি উৎস ও প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছে।

/জেজে/আরএ/
সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!