X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আটকের পর মুক্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৪৪

আটকের পর মুক্তি পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা কংগ্রেস প্রধান জুয়ান গুয়াইদো। রবিবার দলীয় এক সমাবেশে যাওয়ার পথে গোয়েন্দা সংস্থা বলিভারিয়ান ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (সেবিন)-এর সদস্যরা তাকে আটক করে।

আটকের পর মুক্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, দেশটির একটি মহাসড়কে গাড়ি থেকে জুয়ান গুয়াইদো’কে তুলে নিয়ে যায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তার স্ত্রী এবং বিরোধীদলীয় আইনপ্রণেতারা জানিয়েছেন, এক ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়। পরে এক সমাবেশে তিনি বলেন, খেলা পাল্টে গেছে। আমরা আছি। আমরা ভীত নই।

ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী জর্জ রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিরোধী নেতাকে আটকের ঘটনা ছিল দুর্বৃত্ত এজেন্টদের কাজ যারা বিরোধীদের একটি মিডিয়া শো করার সুযোগ তৈরি করে দিতে চেয়েছে। এই এজেন্টদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে বিধিবহির্ভূত প্রক্রিয়ায় জুয়ান গুয়াইদো’কে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে লাতিন আমেরিকার ১৪ দেশের সংগঠন লিমা গ্রুপ।

২০১৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন নিকোলাস মাদুরো। গত বছর বিরোধীদের বর্জন করা নির্বাচনে জয় পান তিনি। ওই নির্বাচনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লিমা গ্রুপ।

২০১৮ সালের ২০ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলার জনপ্রিয় দুই বিরোধী নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার পর প্রধান বিরোধী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডট্যাবল (এমইউডি) নির্বাচন বর্জন করে। নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরো ৫৮ লাখ ভোট পেয়েছেন বলে জানায় দেশটির জাতীয় নির্বাচন পরিষদ।

সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরো বলে থাকেন,তিনি সমাজতন্ত্র ধ্বংস করার ও ওপেকভুক্ত তেল উত্তোলনকারী দেশগুলোর সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। তবে বিরোধীদের দাবি,বামপন্থী এই নেতা ভেনেজুয়েলার এক সময়ের সমৃদ্ধ অর্থনীতি ধ্বংস করেছেন ও নিষ্ঠুরভাবে ভিন্নমত দমন করেছেন। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি