X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র, জঙ্গিদের আশ্রয় না দেওয়ার আহ্বান

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৬
image

কাশ্মিরের পুলওয়ামাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ভারত সরকারের পাশে থাকতে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’। জঙ্গিদের আশ্রয় ও সমর্থন না দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। ভারতে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত কেনেথ জাস্টারও আলাদা করে টুইটারে পুলওয়ামা হামলার নিন্দা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

কাশ্মিরের পুলওয়ামার হামলাস্থল


বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রায় ২৫০০ সদস্যকে নিয়ে ৭০টি গাড়ির একটি বহর জম্মু থেকে কাশ্মির যাচ্ছিলো। এরমধ্যে ৪৪ জন জওয়ান বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী হামলা চালায় জয়েশ ই মোহাম্মদ সদস্যরা। প্রায় সাড়ে তিনশ’ কেজি বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে বাসটিকে ধাক্কা দেওয়া হয়। এতে অন্তত ৪০ জওয়ান নিহত হয়। আহত হয় আরও অনেকে। হামলার পর স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ। গোষ্ঠীটি কাশ্মিরে ভারতীয় শাসনের অবসান চায়। মতাদর্শগতভাবে কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে অবস্থান তাদের।


হামলার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) একটি বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে না তোলার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, ‘জম্মু কাশ্মিরে ভারতের রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ওপর আজ যে জঙ্গি হামলা হলো তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর নিন্দা জানাচ্ছে।’

হামলার শিকার আধা-সামরিক বাহিনীটির সদস্য ও তাদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন পালাডিনো। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জাতিসংঘের তালিকাভুক্ত পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ ই মোহাম্মদ এ ঘৃণ্য কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে জঙ্গিদের সমর্থন ও নিরাপদ আশ্রয় না দিতে সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’

ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকেও হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছে। ভারতে নিয়োজিত মার্কিন দূত কেনেথ জাস্টার বৃহস্পতিবার টুইটারে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মিরে আজকের জঙ্গি হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানাচ্ছে মার্কিন দূতাবাস। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা।’

জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে, বৃহস্পতিবারের হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, জয়েশ-এ-মোহাম্মদের নেতৃত্ব দেয় মাসুদ আজহার। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়েছে, পাকিস্তান সরকার তাকে সন্ত্রাসী অবকাঠামো পরিচালনা ও বিস্তৃত করার পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। ভারতসহ যেকোনও স্থানে হামলা চালানোর জন্য ইসলামাবাদ তাকে দায়মুক্তি দিয়েছে বলে দাবি করা হয় ওই বিবৃতিতে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল