X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাশ্মির হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন ভারতীয় নেতারা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮

 

কাশ্মিরে হামলায় নিহত ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ’র ৪০ জনের বেশি জওয়ানের মরদেহ রাজধানী দিল্লিতে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো এসব জওয়ানের মরদেহ পৌঁছায়। সেখানেই ভারতের ক্ষমতাসীন, বিরোধী দল ও দিল্লি সরকারের নেতারা শ্রদ্ধা জানান। কাশ্মির হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন ভারতীয় নেতারা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানবন্দরে শ্রদ্ধা জানানো ভারতীয় নেতাদের মধ্যে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারমন ছাড়াও কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামা জেলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদের চালানো হামলায় ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। শুক্রবার সন্ধ্যায় সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানে করে রাজধানী দিল্লিতে নেওয়া হয়। পরে নিহত জওয়ানদের মরদেহ নিজ নিজ শহরে পাঠিয়ে দেওয়া হয়।

দিল্লিতে শ্রদ্ধা নিবেদনে ভারতের রাজনৈতিক নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনিল লানবা এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।

নিহত জওয়ানদের মৃতদেহ নিজ নিজ এলাকায় পৌঁছালে সেখানে মানুষের ঢল নেমেছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ মানুষেরা স্লোগান ও মিছিল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

উল্লেখ্য, এর আগে কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে ২০০১ সালে। ওই বছরের ১ অক্টোবর কাশ্মিরের পার্লামেন্টের মূল গেটে বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে হামলা চালানো হলে ৩৮ জন নিহত হয়। এছাড়া ২০১৬ সালে উরি সেনা সদর দফতরে হামলা চালিয়ে ১৯ সেনা সদস্যকে হত্যার পর ভারতীয় সেনাবাহিনী আন্তঃসীমান্ত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে।

/জেজে/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা