X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

'লাগতে এলে' ভারতকে সমুচিত জবাব দেব: পাকিস্তান সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮
image

আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এক সপ্তাহ আগে সংঘটিত কাশ্মিরের জঙ্গি হামলায় দায়ী করে  ইসলামাবাদকে সামরিক আক্রমণের হুমকি দিয়ে আসছে ভারত।  জবাবে পাকিস্তানের আন্তবাহিনী গণসংযোগ পরিদফতর থেকে দেওয়া সেনা-বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের কোনও ইচ্ছে নেই তাদের। তবে ভারত ‘লাগতে এলে’ এমন জবাব দেওয়া হবে যা দিল্লির কাছে ‘বিস্ময়কর হবে’। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের হামলা প্রতিহত করার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় সে দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হলো।

'লাগতে এলে' ভারতকে সমুচিত জবাব দেব: পাকিস্তান সেনাবাহিনী

১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারত বলছে, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারা দাবি করছে, পাকিস্তান সেনাবাহিনীর গর্ভেই হামলাকারী গোষ্ঠী জইশ-ই মোহাম্মদের জন্ম।
ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে সামরিক হামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে আন্তবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, ‘যুদ্ধের উসকানি সৃষ্টির কোনও অভিপ্রায় আমাদের নেই।’ ভারতের হুমকির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,  'পূণাঙ্গ শক্তি ব্যবহার করে এমন জবাব দেব, যা নিয়ে বিস্মিত না হয়ে উপায় থাকবে না।' 

মেজর জেনারেল আসিফ গফুর

সংবাদ সম্মেলনে জেনারেল গফুর বলেন, 'যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। তবে আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। পাকিস্তানের সঙ্গে তাই লাগতে আসবেন না।' যোগ করেন তিনি।

এর আগে ভারতের হুমকির জবাবে এক ভিডিওবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী  ইমরান খান বলেছিলেন, ‘যদি এই হুমকি সত্যি হয়ে থাকে তবে লিখে রাখুন, পাকিস্তান বসে থাকবে না, প্রতিহত করা হবে।’ 

/বিএ/
সম্পর্কিত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী