X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের ৪ সীমান্তরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৯, ০৮:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৮:৩১

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) চার সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার ছত্তিশগড়ের কানকের জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দেশটির নকশাল বিরোধী অভিযানের ডিআইজিপি পি সুন্দরাজ বার্তা সংস্থা এএনআইকে চার বিএসএফ সদস্য নিহতের খবর নিশ্চিত করেছেন। মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের ৪ সীমান্তরক্ষী নিহত

চীনা বিপ্লবের নেতা মাও সেতুংয়ের অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছে সরকার। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা। নকশালপন্থী বলে পরিচিত মাওবাদী অস্ত্রধারীরা পুলিশের ওপর হামলা ছাড়াও সরকারি কার্যালয় ধ্বংস ও কর্মকর্তাদের অপহরণ করে থাকে।

বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন, সকাল পৌনে বারোটার দিকে ছত্তিশগড়ের পাখানজুড়ে মোতায়েনকৃত ১১৪ ব্যাটালিয়নের প্যাট্রোল দলের ওপর হামলা শুরু করে মাওবাদীরা। ওই হামলায় চার সদস্য নিহত হয়। এছাড়া আহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ওই বিএসএফ কর্মকর্তা জানান, বন্দুকযুদ্ধের পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ৩১ মার্চ ছত্তিশগড়ের বিদ্রোহী নিয়ন্ত্রিত দান্তেওয়াদা জেলা থেকে এক নারীসহ তিন মাওবাদীকে আটক করা হয়। এদিন এক পুলিশ কর্মকর্তা জানান, লোকসভা নির্বাচনের মধ্যে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছিল আটক মাওবাদীরা। তাদের কাছ থেকে একটি টিফিন বোম্ব ও তিনটি গ্রেনেড উদ্ধার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে এই ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের বন্দুকযুদ্ধের সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতযুদ্ধবিরতি কার্যকরের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠলো কাশ্মীর
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিসিন্ধু পানি চুক্তি ইস্যুকে গুরুত্বের সঙ্গে নজরে রাখতে হবে বাংলাদেশকে
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল-বণ্টন চুক্তির স্থগিতাদেশ এখনও বহাল রাখছে ভারত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম