X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আঙুল তুললে সে আঙুল অক্ষত থাকবে না: হুঁশিয়ারি বিজেপি নেতার

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ২১:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৪২

বিজেপি কর্মীদের দিকে কেউ যদি আঙুল তোলে, আমি কথা দিচ্ছি চার ঘন্টার পর সে আঙুল অক্ষত থাকবে না। এমনটাই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোজ সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর প্রদেশে এক নির্বাচনি জনসভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আঙুল তুললে সে আঙুল অক্ষত থাকবে না: হুঁশিয়ারি বিজেপি নেতার বিজেপি নেতা মনোজ সিনহা বলেন, বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়বে। বেনামে সম্পত্তি যারা রেখেছে তাদের বিরুদ্ধে লড়বে। কারও হিম্মত হবে না বিজেপি কর্মীদের দিকে চোখ তুলে তাকানোর। কেউ যদি তা করে তাহলে তাঁর চোখ নিরাপদে থাকবে না। বিজেপির সমালোচকদের চার ঘণ্টার মধ্যে বুঝে নেওয়া হবে।

এবার উত্তর প্রদেশের গাজীপুর এলাকা থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন মনোজ সিনহা। তার বিরুদ্ধে আছেন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির জোটপ্রার্থী আফজাল আনসারী। ২০০৪ সালে আফজালের কাছেই পরাজিত হয়েছিলেন মনোজ।

নির্বাচনি প্রচারে এর আগেও বিতর্ক উসকে দিয়েছেন মনোজ। গত সপ্তাহে এক সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি জওহরলাল নেহরু না হয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল হতেন তাহলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারতো না।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্র রয়েছে। দিল্লির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা অনেকটাই নির্ভর করে এ রাজ্যের ফলাফলের উপর। গতবার এখানকার ৭৩টি আসনই জিতেছিল এনডিএ জোট। তার মধ্যে দুটি পেয়েছিল বিজেপির সহযোগী আপনা দল। বাকি ৭১টি আসনে বিজয়ী হয় বিজেপি। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। জোট করে লড়ছে এসপি এবং বিএসপি। শুধু তাই নয় উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের হয়ে প্রচারে নেমেছেন মায়াবতী। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছে কংগ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা