X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যৌথ কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মত সুদানের সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩১আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৩৬

সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও বিক্ষোভকারীদের জোট পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনায় একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। শনিবার ক্ষমতাসীন মিলিটারি ট্রানজিশনাল কাউন্সিল (টিএমসি) ও বিক্ষোভরতদের জোট ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড ছেঞ্জেস ফোর্সের মধ্যে এক বৈঠকে এসংক্রান্ত সম্মতি প্রকাশ করা হয়েছে। সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি কাতারের সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, বিপুল স্বচ্ছতা এবং উচ্চাঙ্ক্ষা নিয়ে আলোচনা শুরু হয় আর আমরা দেশের জন্য যৌথ সম্মতিতে পৌঁছেছি। খুব তাড়াতাড়ি এই বৈঠকের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে বলে জানান তিনি। যৌথ কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মত সুদানের সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা

রুটি ও জ্বালানির দাম বাড়ানো কেন্দ্র করে গত ডিসেম্বরে শুরু হওয়া ওই বিক্ষোভের মুখে গত ১১ এপ্রিল ক্ষমতাচ্যুত হন সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশির।  তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেয় দেশটির সামরিক কাউন্সিল। তবে ক্ষমতা কাঠামো থেকে বশির ঘনিষ্ঠদের সরানো এবং বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবিতে সেনাকাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকে। এর জের ধরেই শনিবার আলোচনায়  বসে দুই পক্ষ।

সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি বলেন, আলোচনা অব্যাহত থাকবে আর আমরা চূড়ান্ত ফলাফলের বিষয়ে আশাবাদী। যত তাড়াতাড়ি সম্ভব সুদানের জনগণের কাছে আমরা এই ফলাফল ঘোষণার বিষয়েও আশাবাদী।

এদিকে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরে সুদানের সামরিক কাউন্সিলকে তিন মাসের সময় সীমা বেঁধে দেয় আফ্রিকান ইউনিয়ন। তবে আফ্রিকান ইউনিয়নের এই উদ্যোগ প্রত্যাখান করেছে দেশটির বিক্ষোভকারীরা।

সুদানের ন্যাশনাল উম্মাহ পার্টির প্রধান সাদিক আল মাহাদি বলেন, আফ্রিকান ইউনিয়নের কোনও সুপারিশের দরকার নেই সুদানের মানুষের। খার্তুমে এক সংবাদ সম্মেলনে সামরিক কাউন্সিলকে বিচক্ষণতা দিয়ে কাজ করার আহবান জানান আল মাহাদি। তিনি বলেন, কোনও দুঃশ্চিন্তা নিয়ে নয় বরং বিচক্ষণতা নিয়ে কাজ করুন। তিনি বলেন, আমরা আশাকরি পরিবর্তনকালে বেসামরিক কর্তৃপক্ষ জাতীয়, অর্থনেতিক এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, পরিবর্তনকালের পর অবশ্যই একটি স্বচ্ছ নির্বাচন হতে হবে।

খার্তুম থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর দিয়েছেন সামরিক কাউন্সিলের ওপর চাপ অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। গত তিন সপ্তাহ ধরে নতুন নতুন মানুষ বিক্ষোভে যোগ দিচ্ছে। এসব বিক্ষোভকারীরা বলছেন সেনা কর্তৃপক্ষ নয় বরং সুদানের সাধারণ মানুষেরাই তাদের ভবিষ্যত নির্ধারণ করবে।

 

/জেজে/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি