X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

উড়তে না উড়তেই রুশ বিমানে আগুন, শিশুসহ নিহত ১৩

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ০০:৩৭আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৫২

যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে রুশ বিমানটি

উড্ডয়নের পর একটি যাত্রীবাহী রুশ বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিলেন। দ্যা মস্কো টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির বরাত দিয়ে বলা হয়, নিহত ১৩ জনের মধ্যে দুজন শিশু রয়েছে। আহতের সংখ্যা পাঁচ থেকে সর্বোচ্চ ১০ জন হতে পারে। বিমানটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। 

আরও জানা যায়, সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই আগুন লাগায় ফের শেরেমিয়েতোবো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।

লেজে আগুন লাগা অবস্থায় বিমানবন্দরে ল্যান্ড করে বিমানটি

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। তবে প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি। 

বুলগেরিয়ার সংগীতশিল্পী ক্রিস্টিয়ান কোস্টোভ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন। তিনি জানান, বিমানটি আগুনে ছেয়ে যেতে দেখে বিমানবন্দরের মানুষ কাঁপতে থাকে। তিনি দাবি করেন এই ঘটনার পর আর কোনও ফ্লাইট যাত্রা শুরু করতে পারছে না।

সূত্র: দ্যা মস্কো টাইমস ও বিবিসি। 

এ সংক্রান্ত সংবাদ: আগুন লাগার পর রুশ বিমানের জরুরি অবতরণ 

 

 

/এএইচ/
সম্পর্কিত
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ