X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নির্বাচনের সময় প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপির সম্পদ জব্দ করেছে ভারত

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ১১:৪০আপডেট : ২০ মে ২০১৯, ১১:৪২

লোকসভা নির্বাচনের মৌসুমে জব্দকৃত সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। রবিবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে নির্বাচন কমিশন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই সময়ে নগদ অর্থ, মদ, মাদক ও মূল্যবান ধাতু মিলিয়ে মোট প্রায় সাড়ে তিন হাজার কোটি রুপি অর্থের সম্পদ জব্দ করেছে। নির্বাচনের সময় প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপির সম্পদ জব্দ করেছে ভারত

ভারতে কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে তিক্ততাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে রবিবার (১৯ মে)। দেড় মাস ধরে সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রায় ৯০ কোটি ভোটারের দেশটিতে নির্বাচনের সময় অবৈধ প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অর্থ ও মাদক ব্যবহারের অভিযোগ রয়েছে।

আগামী ২৩ মে (বৃহস্পতিবার) ফল ঘোষণার আগেই রবিবার নির্বাচনের সময় জব্দকৃত সম্পদের পরিসংখ্যান প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় মোট ৮৩৯ দশমিক ৩ কোটি রুপির নগদ অর্থ জব্দ করা হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের সময় জব্দ করা নগদ অর্থের পরিমাণ ছিল ৩০৩ দশমিক ৮৬ কোটি। এছাড়া এ বছর বিভিন্ন মাদকের অর্থমূল্য প্রায় ১২৭০ দশমিক ৩৭ কোটি রুপি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় এর পরিমাণ ছিল ৮০৪ দশমিক ৫ কোটি রুপি।

এবছর বিভিন্ন সংস্থার জব্দকৃত বিভিন্ন মূল্যবানের ধাতুর অর্থমূল্য ৯৮৬ দশমিক ৭৬ কোটি রুপি। বিভিন্ন ব্রান্ডের জব্দকৃত মদের অর্থমূল্য ২৯৪ দশমিক ৪১ কোটি রুপি। এছাড়া এবছর জব্দকৃত অন্যান্য সম্পদের অর্থমূল্য ৫৮ দশমিক ৫৬ কোটি রুপি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তামিল নাড়ু রাজ্য তেকে সবচেয়ে বেশি সম্পদ জব্দ করা হয়েছে। রাজ্যটি থেকে জব্দ করা হয়েছে ৯৫০ দশমিক ১২ কোটি রুপি। এরপরই রয়েছে গুজরাট। সেখান থেকে জব্দ করা হয়েছে ৫৫২ দশমিক ৭৮ কোটি। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। ৪২৬ দশমিক ১ কোটি রুপির সম্পদ জব্দ করা হয়েছে সেখান থেকে।

আর সর্বনিম্ন জব্দ হওয়া রাজ্যগুলির মধ্যে রয়েছে মিজোরাম ৬ লাখ, সিকিম ২৯ লাখ ও পদুচেরি থেকে ৭৯ লাখ রুপির সম্পদ জব্দ করা হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!