X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জোটসঙ্গীদের জন্য নৈশভোজ বিজেপি সভাপতির

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ১৯:০৮আপডেট : ২০ মে ২০১৯, ২১:৫৮

লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই সবক’টি বুথফেরত জরিপে ফের ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে বিজেপি’র। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে বৃহস্পতিবার। তবে তার আগেই মঙ্গলবার ক্ষমতাসীন এনডিএ জোটের নেতাদের নিয়ে নৈশভোজের আয়োজন করতে যাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখানে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জোটসঙ্গীদের জন্য নৈশভোজ বিজেপি সভাপতির

দিল্লির ‘দ্য অশোক' হোটেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতাদের স্বাগত জানাবেন অমিত শাহ। সেখানে ক্ষমতাসীন জোটের কৌশল নিয়ে আলোচনা হবে।

বুথফেরত জরিপের ফল বলছে, ৫৪৫ আসনের পার্লামেন্টে ৩০২টিতেই জয় পাবে বিজেপি জোট। কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পাবে ১২২টি আসন।

উত্তরপ্রদেশে বিজেপি খারাপ ফল করলেও সেই ব্যর্থতা সামাল দিতে পারবে। কেননা, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ভালো করবে তারা। উড়িষ্যায় গতবারের দু'টি আসন থেকে এবার ১৪টি আসনে উত্তরণ ঘটবে বিজেপির। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যের ২১ আসনের মধ্যে মাত্র দুইটি আসন পেয়েছিল বিজেপি।

এদিকে বুথফেরত জরিপের ওপর ভরসা করে এখনই হাল ছাড়তে রাজি নয় বিরোধী দল কংগ্রেস। দলটি বলছে, জরিপে নয়, বরং চমক অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলে। ২৩ মে প্রকাশিতব্য আনুষ্ঠানিক ফল প্রকাশ হলেই উল্টো চমকে যাবে বিজেপি।

কংগ্রেসের মুখপাত্র রাজীব গৌদা বলেন, দয়া করে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের আমরা চমকে দেবো। তিনি বলেন, দেশের মানুষের মধ্যে ভয় কাজ করছে। মানুষ তাদের মতামত প্রকাশ করছেন না।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই কথিত বুথফেরত জরিপ বিজেপির চক্রান্তের ফসল। বিরোধীদের মনোবল নষ্ট করে দিয়ে জোটের সম্ভাবনা আটকে দিতেই এভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে বুথফেরত জরিপের ফল প্রকাশ করাচ্ছে নরেন্দ্র মোদির সরকার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেছেন, এর সত্যতা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, পাঞ্জাবে গিয়ে আমি নিজেও ভোটারদের মনোভাব বুঝতে পারবো না। তাহলে জরিপ কীভাবে ঠিক হয়।

কংগ্রেস মিত্র ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ অবশ্য বলেছেন, সবক’টি বুথফেরত জরিপ ভুল হতে পারে না।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা