X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১১ দিনের রিমান্ডে জারদারি

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৯, ২১:২০আপডেট : ১১ জুন ২০১৯, ২১:২১

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত। মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর পক্ষ থেকে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ১১ দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেন। ২১ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। সেদিন জারদারিকে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

১১ দিনের রিমান্ডে জারদারি সাবেক প্রেসিডেন্টকে আদালতে আনা উপলক্ষে এদিন আদালত প্রাঙ্গনসহ রাওয়ালপিণ্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শুধু আদালত প্রাঙ্গণেই মোতায়েন করা হয় ৫০০ স্পেশাল পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা।

এর আগে অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় সোমবার জারদারিকে সোমবার গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। পাকিস্তানের বাইরে টাকা পাঠানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট চালু রাখার অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করে কমিশনের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুর্নীতি দমন শাখার একটি দল।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ কোটি রুপি অর্থ লেনদেন করেছেন আসিফ আলি জারদারি এবং তার বোন। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তছরুপ সংক্রান্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির ভুট্টোর দ্বিতীয় দফা শাসনামলে তিনি পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা