X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভারতের রাজস্থানে মন্দিরের প্যান্ডেল ভেঙে মৃত ১৪

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ২৩:৫৭আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:০২

ভারতের রাজস্থানে রবিবার তীব্র ঝড়োবৃষ্টিতে মন্দিরের প্যান্ডেল ভেঙে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের রাজস্থানে মন্দিরের প্যান্ডেল ভেঙে মৃত ১৪ প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে রাজস্থানের বারমের এলাকার রাণী ভাটিয়ানি মন্দিরে জমায়েত হয়েছিল বহু মানুষের। সেখানে ‘রাম কথা’ পাঠের সময় হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এ সময় ‘রাম কথা’ পাঠকারী ব্যক্তি পাঠ থামিয়ে লোকজনকে প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন। এক পর্যায়ে প্যান্ডেল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সম্ভবত বিদ্যুৎতাড়িত হয়ে লোকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের কর্মকর্তারা। এলাকাটি রাজ্যের রাজধানী জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে।

টুইটারে দেওয়া এক পোস্টে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রাজস্থানের বারমেরে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

টুইটারে দেওয়া পোস্টে মৃতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। পাশাপাশি আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া লিখেছেন, বারেমেড়ের জসোলে ‘রাম কথা’ চলাকালে দুর্ঘটনায় মৃত্যুর খবরে শোকাহত। যেসব পরিবার স্বজন হারিয়েছে, এই শোকাহত মুহুর্তে তাদের জন্য প্রার্থনা করছি। আহত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিজেপি নেত্রী। ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি