X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উত্তর কোরিয়ায় আক্রমণে ‘মরিয়া’ ট্রাম্প: পিয়ংইয়ং

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১০:২০আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:১৫

কিম জং উনের সঙ্গে আলোচনা হলেও এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় আক্রমণের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং।  জাতিসংঘে দেশটির প্রতিনিধি দল জানায়, ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপে মরিয়া হয়ে আছে।’

উত্তর কোরিয়ায় আক্রমণে ‘মরিয়া’ ট্রাম্প: পিয়ংইয়ং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পই প্রথম রোববার উত্তর কোরিয়ায় পা রেখেছেন। দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় (ডিএমজেড) সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে। বৈঠকে থমকে থাকা পরমাণু আলোচনা ফের শুরুও করতে রাজি হয়েছেন ট্রাম্প ও কিম।

তবে উত্তর কোরিয়ার অভিযোগ, কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বুধবারের বিবৃতিতে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতি ফিরিয়ে আনতে পারে।

উত্তর কোরীয় প্রতিনিধি দল দাবি করে, তারা ২০১৭ সালে পেট্রোলিয়াম আমদানির নিয়ে মার্কিন অভিযোগের জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য যে যৌথ চিঠিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারও জবাবের প্রস্তুতি চলছে। তারা জানান, যেদিন মার্কিন প্রেসিডেন্ট আলোচনার আহ্বান জানিয়েছেন সেদিনই এই যুক্ত বিবৃতি দেওয়া হয়। এতে এটাই স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক অবস্থানেই আছে। পিয়ংইয়ং জানায়, যুক্তরাষ্ট্র মনে করে নিষেধাজ্ঞাই সব সমস্যার সমাধান। কিন্তু এটা খুবই অবান্তর।

এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

গত ফেব্রুয়ারিতে কিম ও ট্রাম্পের বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা এতদিন স্থবির হয়ে ছিল। তবে, দুই নেতার মধ্যে চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার। আলোচনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি বাদ দিতে বলছে। আর উত্তর কোরিয়ার দাবি, তাদের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
টানাপড়েন মিটমাট করতে আগ্রহ যুক্তরাষ্ট্রের
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ
সর্বশেষ খবর
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক