X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৯, ০২:০১আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৭:৩৩

কোনও কারণ না দেখিয়েই তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুরাত চেতিনকায়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ২০১৬ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। সরকারের সঙ্গে কয়েক মাসের উত্তেজনার পর শনিবার প্রেসিডেন্টের এক অধ্যাদেশের মাধ্যমে তাকে সরিয়ে দেয়া হয়েছে।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করলেন এরদোয়ান

অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি ও দেশটির মুদ্রা লিরার অস্থিরতা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের নীতিগত মতভিন্নতা চলছিল। তাকে বরখাস্ত করার পর ডেপুটি গভর্নর মুরাট উয়াসালকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

তবে তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, সরকারি প্রজ্ঞাপনে তার কোনও কারণ বর্ণনা করা হয়নি। গত মাসে এরদোগান বলেন, উচ্চ সুদহার তুরস্ককে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রতি আমার সম্মতি আছে। কিন্তু সুদের হারের নীতির বিরোধিতা করছি আমি। বিশেষ করে আমি উচ্চ সুদের বিরুদ্ধে।

গত বছর তুরস্কের মুদ্রার মান পড়ে যায়। ফলে দাম বেড়ে যায় নিত্যপণ্যের। একইসঙ্গে ঋণশোধ করাটাও কঠিন হয়ে যায় তুরস্কের। ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট তৈরি হয়। দুটি পৃথক সরকারি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রানীতি নিয়ে সরকারের মধ্যে বিরোধ চলছিলো।

একজন কর্মকর্তা জানান, এরদোয়ান ও অর্থমন্ত্রী বেরাত আলবারায়ক এর আগেও গভর্নরকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন দাবি করে পদত্যাগ করেননি তিনি।

ফলে এই বরখাস্তের ঘটনায় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম তুরহান বলেন, এই প্রক্রিয়ায় ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়টা আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর বিশাল এক ধাক্কা।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে