X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে সেনাবাহিনীর সমালোচনা, মিয়ানমারের চলচ্চিত্র নির্মাতা অভিযুক্ত

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ২০:০৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:১২
image

মিয়ানমারের সেনাবাহিনীর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় মিন হতিন কো কো গেয়ি নামের এক চলচ্চিত্র নির্মাতাকে অভিযুক্ত করেছে সেদেশের আদালত। ক্যান্সার আক্রান্ত হতিনের শারীরিক অবস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া উপেক্ষা করে বৃহস্পতিবার (১৮ জুলাই) ইয়াঙ্গুনের ইনসেইন টাউনশিপ আদালতের বিচারপতি তাকে অভিযুক্ত করেন।

হতিন
মানবাধিকারবিষয়ক একটি চলচ্চিত্র উৎসব পরিচালনা করে থাকেন পরিচালক মিন হতিন। এক সেনা কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে তিন মাস আগে তাকে গ্রেফতার করা হয়। ওই সেনা কর্মকর্তা তার অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে হতিনের ১০টি ফেসবুক পোস্ট উপস্থাপন করেন। ওইসব পোস্টে দেখা যায়, হতিন সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা ও মিয়ানমারে ২০০৮ সালে প্রণীত সংবিধান নিয়ে সমালোচনা করেছেন। সেনাবাহিনী প্রণীত ওই সংবিধান বর্তমানে সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

মিয়ানমারের পেনাল কোডের ৫০৫ (এ) ধারার আওতায় পরিচালক হতিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আইনের এ ধারা অনুযায়ী, কারও বক্তব্য যদি সেনা সদস্য অথবা অন্য সরকারি কর্মকর্তাকে বিদ্রোহে প্ররোচিত করে কিংবা হেয় করে অথবা অথবা তাকে কর্তব্য পালনে ব্যর্থ করে তবে ওই মন্তব্যকারীকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়া হবে। হতিন তার বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে বৃহস্পতিবার প্রাথমিক শুনানিতে ইনসেইন টাউনশিপ আদালতের বিচারপতি বলেছেন, হতিনের পোস্টগুলো সেনা সদস্যদের জন্য সম্মান হানিকর।

ওই একই ফেসবুক পোস্টগুলোর জন্য চলচ্চিত্র নির্মাতা হতিনের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনের আওতায় আলাদা করে একটি মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবারের রুলের পর সাংবাদিকদের কাছে এ চলচ্চিত্র নির্মাতা দাবি করেন, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা তাদেরকে অসম্মান করার কোনও ইচ্ছা তার ছিল না।

/এফইউ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ