X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে আপিলে হারলো আইএস-এ যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ আগস্ট ২০১৯, ১৮:০২আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:১৬

নাগরিকত্ব টিকিয়ে রাখতে যুক্তরাজ্যের উচ্চ আদালতে করা আপিল আবেদনে হেরে গেছে এক ব্রিটিশ-বাংলাদেশি। লন্ডনে জন্ম নেওয়া আশরাফ মাহমুদ ইসলাম নামে ওই ব্যক্তি ঢাকায় পড়াশোনা করার সময়ে ২০১৫ সালে হারিয়ে গিয়ে সিরিয়ায় আইএস-এ যোগ দেয়। ২০১৭ সালে এই ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়। বর্তমানে সিরিয়ার একটি আটককেন্দ্রে বন্দি ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে এই সপ্তাহে তা খারিজ করে দেওয়া হয়েছে। আইএস-এ যোগ দেওয়া ব্রিটিশ-বাংলাদেশি আশরাফ মাহমুদ ইসলাম

 

২১০৫ সালে ১৮ বছর বয়সী আশরাফ মাহমুদ ইসলাম ঢাকায় আইন বিষয়ে এ-লেভেল পড়ার সময়ে হারিয়ে যায়। পরে তাকে সিরিয়ায় আইএস-এ যোগ দিতে দেখা যায়। ২০১৭ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড যুক্তরাজ্যে তার সর্বশেষ ঠিকানায় নাগরিকত্ব বাতিলের চিঠি পাঠিয়ে দেয়। ওই চিঠিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা প্রশ্নে আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকায় তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

বর্তমানে সিরিয়ার কুর্দিদের পরিচালিত একটি সামরিক আটক কারাগারে বন্দি রয়েছে আশরাফ মাহমুদ ইসলাম। সেখানে মৃত্যুদণ্ডের মুখে পড়ার ঝুঁকি রয়েছে তার। আপিল খারিজের সময় উচ্চ আদালত জানিয়েছে, কেবলমাত্র যুক্তরাজ্যের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে তাকে আবারও ব্রিটেনে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।

এক আদেশে বিচারপতি পেপার‍্যাল বলেন, আশরাফ ইসলামের বন্দিদশা ও মৃত্যুদণ্ডের ঝুঁকির কারণ পুরোপুরিভাবে তার সিরিয়ায় যাওয়া এবং জিহাদে সম্পৃক্ত হয়ে নিজের কর্মকান্ড। রুলিংয়ে বলা হয়, এই মামলায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একমাত্র কাজ ছিল আশরাফকে নাগরিকত্ব বাতিল করা। সিরিয়ায় সে বিপদে পড়েছে তার কারণ ওই সিদ্ধান্ত নয় বরং কারণ হলো আইএস-বিদ্রোহে যোগ দেওয়ার সন্দেহভাজন কর্মকান্ড।

বিচারপতি তার আদেশে বলেন লন্ডনে তার ভালো জীবন ছিল। কিন্তু তার বাবা আবদুল্লাহ ইসলামও তাকে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দেওয়া ঠেকাতে পারেননি। ছেলের পক্ষে উচ্চ আদালতে আপিল করেছিলেন আবদুল্লাহ ইসলাম।

এর আগে যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশনে হেরে যায় আশরাফ ইসলামের মামলা। পরে উচ্চ আদালতে বিচারিক পর্যালোচনাতেও বাতিল হয়ে যায় তার আবেদন।  

 

/জেজে/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?