X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে মামলা

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ২০:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:৩৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণ ও লিঙ্গবিরোধী মামলা দায়ের করেছেন দুর্নীতিবিরোধী এক তদন্তকারী। তার অভিযোগ শ্বেতাঙ্গ হওয়ায় তাকে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে। মার্ক এডমুন্ডস নামের ওই তদন্তকারী পূর্ব লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ৫ লাখ ২৯ হাজার ব্রিটিশ পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেছেন। ওই কাউন্সিলের বেশিরভাগকর্মী ব্রিটিশ-বাংলাদেশি। এডমুন্ডস-এর অভিযোগ, তিনি যখন তদন্ত পরিচালনা করছিলেন তখন তাকে ভয় দেখানো হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডন কাউন্সিলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে মামলা

পূর্ব লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে মার্ক এডমুন্ডস বলেছেন, তাকে অনাবশ্যক বানিয়ে কার্যকরভাবে বরখাস্ত করা হয়। কারণ তিনি একজন ‘শ্বেতাঙ্গ হয়ে প্রধানত বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে তদন্ত কাজ করছিলেন। অথচ বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল’।

পূর্ব লন্ডনের এই কাউন্সিলের অখ্যাতির ইতিহাস রয়েছে। ২০১০ সালে এই কাউন্সিলে ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফর রহমান। ২০১৪ সালে পুননির্বাচনে জালিয়াতির দায়ে আদালত তাকে বরখাস্ত করে। তবে এই অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন তিনি। এই কাউন্সিল ব্যবস্থার মধ্যে জালিয়াতির মারাত্মক অভিযোগ ওঠায় তদন্ত করেন মার্ক এডমুন্ডস। তার তদন্তের কারণে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মীকে বরখাস্ত করা হয়।

ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, আমার তদন্তের ইতিহাস তুলে ধরে হুমকি আর ভয় দেখানো চরম বাস্তব ও মারাত্মক ছিল। তিনি আরও বলেন, ‘এর সঙ্গে যখন আমি তদন্ত চালাই তখন নিয়মিতভাবে আমার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ও হয়রানি করা হয়েছে। আমি যখন কাজ করছিলাম তখন আমাকে ভয় দেখানো ও তদন্তকে ভুল পথে নিতে এসব করা হয়েছে’।

টাওয়ার হ্যামলেটসের আইনজীবীরা মার্ক এডমুন্ডসের অভিযোগের যথার্থতাকে চ্যালেঞ্জ করেছেন। এই মামলার শুনানি অব্যাহত রয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে তা শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ পুতিনের: কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাশ ট্রাম্প
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
এশিয়ান কাপে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতটা?
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭
শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা
শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল