X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: রুহানি

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১৮:২০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৮:২৪

তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দুই দেশের মধ্যে চলমান অচলাবস্থা কাটাতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের ইঙ্গিত দেওয়ার একদিন পর ইরানের অবস্থান ব্যাখ্যা করেন রুহানি। মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আর তারা যে ভুল পথ বেছে নিয়েছে তা বাদ দেওয়া ছাড়া আমরা কোনও ইতিবাচক অগ্রগতি দেখবো না। ইতিবাচক পরিবর্তনের মূল চাবি ওয়াশিংটনের হাতে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

গত রবিবার ফ্রান্সের বিয়ারিতজ শহরে শিল্পোন্নত সাত দেশের জোট জে সেভেন এর শীর্ষ সম্মেলন চলার মধ্যেই সেখানে অনির্ধারিত সফরে উপস্থিত হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সোমবার সম্মেলন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি ঠিক থাকলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসার জন্য তৈরি থাকবেন তিনি। ওই সময়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো আশাবাদ ব্যক্ত করেন, কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প-রুহানি বৈঠকের শর্ত প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মঙ্গলবার তেহরানে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পদক্ষেপ হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। তোমাদের অবশ্যই ইরান রাষ্ট্রের ওপর আরোপিত অবৈধ, অন্যায্য এবং ভুল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এই পদক্ষেপ ছাড়া অচলাবস্থা সচল হবে না।

২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছরের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে মারাত্মক সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি।

সোমবার জি সেভেন শীর্ষ সম্মেলন শেষে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, নিষেধাজ্ঞার প্রত্যাহারের মাধ্যমে ইরানের ক্ষতিপূরণের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে পরমাণু সমঝোতায় বাধ্য করার নীতি নিয়েছেন ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা ধারাবাহিকভাবে বাড়তে থাকার প্রেক্ষাপটে ২০১৫ সালের চুক্তির শর্ত মানাও শিথিল করতে শুরু করেছে ইরান। সমালোচকরা বলছেন এতে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বার্থ সুনিশ্চিত করা না হলে ২০১৫ সালের চুক্তি থেকে আমাদের প্রতিশ্রুতি কমাতে থাকবো। তিনি বলেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। সুতরাং প্রথম পদক্ষেপ নাও। এই পদক্ষেপ ছাড়া এই অচলাবস্থার তালা খুলবে না।

/জেজে/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!