X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

তালেবানকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব আফগান প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৮
image

সহিংসতা বন্ধ করে আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল ঘোষণার পর এক বিবৃতিতে আফগান প্রেসিডেন্ট এ আহ্বান জানান। এর আগে তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় তাদের সঙ্গে করা এ চুক্তি বাতিলের দাবি জানিয়েছিল আফগান প্রশাসন। তালেবানকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব আফগান প্রেসিডেন্টের

টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। গত সপ্তাহে এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় এক মার্কিন সেনা ও অন্য ১১ জন নিহত হয়। পরে তালেবান এ হামলার দায় স্বীকার করায় শনিবার আকস্মিকভাবে তাদের সঙ্গে পূর্বনির্ধারিত শান্তি আলোচনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প গোপন শান্তি আলোচনা বাতিল ঘোষণা করার পর আফগান প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘যখন তালেবান যুদ্ধবিরতিতে সম্মত হবে তখনই প্রকৃত শান্তি আসবে।’

মার্কিন কূটনীতিকরা কয়েক দফা তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মত হয়েছিলেন। বিনিময়ে তারা সেখানে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন। এরই প্রেক্ষিতে গত সপ্তাহে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ জানিয়েছেন, আফগানিস্তানের ৫টি সেনাঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি খসড়া কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা।

আফগানিস্তানের তালেবান নেতৃত্বের খুব ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘চুক্তি যে বাতিল হয়েছে, ট্রাম্পের টুইট বার্তা থেকে তা স্পষ্ট হয় না। তিনি এ পর্যায়ে শুধু আলোচনা বন্ধ করেছেন।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান প্রত্যাখ্যান করে সেখানে হামলা বাড়িয়ে দিয়েছে তালেবান। এর আগেও তাদেরকে বেশ কয়েকবার আলোচনার আহ্বান জানায় আফগান সরকার। তবে তারা এ সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তাদের একটা অবৈধ 'পুতুল’ সরকার বলে মনে করে তালেবান।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
বাংলাদেশে বিশ্বকাপ: রোমাঞ্চের চেয়ে টেনশন বেশি কাজ করছে নিগারের
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি