X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবথেকে বড় হুমকি: চমস্কি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২

যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবথেকে বড় হুমকি, মন্তব্য করেছেন মার্কিন ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক নোম চমস্কি। বিশ্বজুড়ে ন্যায় ও সমতার পক্ষের এই বলিষ্ঠ কণ্ঠস্বর বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী। রবিবার সংবাদমাধ্যম ইউরোনিউজকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিশ্বনন্দিত এই বুদ্ধিজীবী।

মার্কিন ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক নোম চমস্কি

ইউরোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন চমস্কি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আগ্রাসন, সহিংসতা, সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড দুইটি দেশের নেতৃত্বেই হয়ে থাকে। তারা দুজনেই পরমাণু শক্তিধর দেশ কিন্তু তাদের এই অস্ত্রের কথা সামনে আনা হয় না।

চমস্কি বলেন,  ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের অন্যতম বড় পরমাণু শক্তিধর রাষ্ট্র। মার্কিন জরিপ সংস্থা পরিচালিত আন্তর্জাতিক জরিপে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি বিবেচনা করার নিশ্চয়ই কারণ আছে। পরিসংখ্যানে অন্য দেশ তাদের ধারে কাছেও নেই। মার্কিন সংবাদমাধ্যম হয়তো সেটা প্রকাশ করতে চায় না। কিন্তু তারপরও তা নিশ্চয় গোপন থাকে না।’ 

নোম চমস্কির জন্ম ১৯২৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক ইহুদি পরিবারে। এমআইটির এই প্রফেসর অ্যামেরিটাস আধুনিক ভাষাতত্ত্বে বিপ্লব এনে দিয়েছেন ষাটের দশকে। কেবল তাই নয়। মার্কিন ইহুদি পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী-বর্ণবাদী ও যুদ্ধবাজ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তিনিই বিশ্বে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর। চমস্কি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন এক মানবিক কণ্ঠস্বর হিসেবে।

চমস্কির কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, সঙ্গীত ও কম্পিউটার বিজ্ঞান-সহ বিচিত্র বিষয়কে প্রভাবিত করছে প্রতিনিয়ত। ১শটিরও বেশি বই লিখেছেন চমস্কি। তিনি বিশ্বের বিভিন্ন দেশের ৩৮টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি লাভ করেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বিশ্বব্যাপী বুদ্ধিজীবীদের অনুপ্রেরণা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?