X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দেউলিয়া ঐতিহ্যবাহী ব্রিটিশ ভ্রমণ সংস্থা, বিপাকে ২২ হাজার কর্মী

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬

ঋণের দায়ে বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রিটিশ ভ্রমণ সংস্থা থমাস কুক। সোমবার নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করেছে ব্রিটেনের ১৭৮ বছরের এই সংস্থাটি। বন্ধ হয়ে গেছে তাদের বিমান সংস্থাও। এতে বিশ্বজুড়ে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন ২২ হাজার কর্মী। এছাড়া বিপাকে পড়েছেন দেশের বাইরে থাকা প্রায় দেড় লাখ পর্যটক।

দেউলিয়া ঐতিহ্যবাহী ব্রিটিশ ভ্রমণ সংস্থা, বিপাকে ২২ হাজার কর্মী

 

১৮৪১ সালে যাত্রা শুরু এই সংস্থাটির। কম খরচে ট্রেনে পর্যটকদের ব্রিটেনের বিভিন্ন শহর ঘুরিয়ে দেখানো দিয়ে শুরু হয়েছিল থমাস কুকের ‘অভিযান’। এর পর, উনিশ শতকের মধ্যেই ইউরোপ ও বিশ্ব ভ্রমণও শুরু করে তারা। গত ১৭৮ বছর ধরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল থমাস কুকের ভ্রমণ ব্যবসা। পর্যটকদের জন্য ‘সার্কুলার নোট’ চালু করেছিল সংস্থাটি, যা পরে ‘ট্রাভেলার্স চেক’ নামে পরিচিত হয়। কম খরচে মধ্যবিত্তের বিশ্ব দেখার শখ মেটানো, এই ছিল সংস্থাটির মূলমন্ত্র।

এক বিবৃতিতে সংস্থটি জানিয়েছে, 'অনেক চেষ্টা, আলোচনার পরেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেল না৷ তাই এই মুহূর্তেই বন্ধ করা ছাড়া উপায় নেই৷ সংস্থাটির প্রধান পিটার প্রাঙ্ক হুসার বলেন, সত্যিই এটা খুবই দুঃখের দিন। এটা আমার কাছে গভীর অনুতাপের বিষয় যে আমি এবং অন্যান্য বোর্ড সদস্যরা সফল হলাম না।

প্রতিষ্ঠানটি তার ঋণদানকারীদের ২০ কোটি ডলার পরিশোধ করার জন্য শেষ সময় ছিল স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৯ মিনিট। কিন্তু তারা তা করতে পারেনি। এ নিয়ে সমঝোতা প্রচেষ্টাও ব্যর্থ হয়।  পরিণামে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বিমানগুলো সব ব্রিটেনের ঘাঁটির দিকে ফিরছে। এরপর এই প্রতিষ্ঠানের হয়ে আর তা আকাশে উড়বে না।
 

বিশ্বের বিভিন্ন জায়গায় আটকে থাকা কয়েক লাখ পর্যটকদের  ফিরিয়ে আনার জন্য সরকার ও ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশ কয়েকটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে। আটকে থাকা পর্যটকদের ঘরে ফেরানোর জন্য৷ এর জন্য কোনও টাকা লাগবে না৷

/এমএইচ/
সম্পর্কিত
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা