X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরান জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সংযম মেনে নেওয়া হবে না। আর হামলার জবাব হিসেবে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।  

ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সৌদি আরবেরও ধারণা,উপসাগরীয় চিরবৈরী দেশ ইরানই এই হামলা করেছে। কাজেই তদন্ত শেষ হলে সামরিকভাবে এ হামলার জবাব দেওয়ার কথা ভাবছে রিয়াদ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমরা আন্তর্জাতিক সমর্থন জড়ো করতে চাই। আমরা সব বিকল্পের কথাই ভাবছি- কূটনৈতিক বিকল্প, অর্থনৈতিক বিকল্প এবং সামরিক বিকল্প; তখন সিদ্ধান্ত নেয়া হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ এড়িয়ে যেতে চাই। কিন্তু একই সময় ইরানকে এ আভাস দিচ্ছে যে, আপনাদের অব্যাহত  এই আচরণ চলতে দেওয়া হবে না।

১৪ সেপ্টেম্বরের হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল শনাক্ত করতে জাতিসংঘ সহায়তা করেছে বলে জানিয়েছেন আদেল আল জুবায়ের। ওই হামলায় বৈশ্বিক তেল উৎপাদন ৫ শতাংশ কমে যাওয়ায় তেলে দাম বেড়ে গিয়েছিল। শিগগিরই সুষ্ঠুভাবে এই তদন্ত শেষ হবে বলে জানিয়ে তিনি বলেন, এতে কয়েক দিন না, বরং কয়েক সপ্তাহ লাগতে পারে। 

/এমএইচ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন