X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নওয়াজ শরিফকে বিষ প্রয়োগের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:০৬
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে কারাগারে ‘বিষ’ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তার ছেলে হুসাইন নওয়াজ। সোমবার (২১ অক্টোবর) রাতে তার রক্তে অনুচক্রিকা (প্লেটলেট) ‘অতিমাত্রায় কমে যাওয়ায়’ তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর মঙ্গলবার লন্ডন থেকে টুইট বার্তায় বিষ প্রয়োগের কারণে তার বাবার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন হুসাইন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

নওয়াজ শরিফকে বিষ প্রয়োগের অভিযোগ

গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা নওয়াজ শরিফ আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতিকাণ্ডে দোষী সাব্যস্ত হন। দুর্নীতির টাকায় সৌদি আরবে তেলের মিল খোলার সত্যতা মেলে আদালতে। তার জেরে গত বছর ২৪ ডিসেম্বর ৭ বছরের সাজা হয় তার। ওই মুহূর্ত থেকে লাহোরের কোট লাখপত সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন তিনি। হঠাৎ করে গত সোমবার (২১ অক্টোবর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর ডাক্তাররা জানান, তার রক্তের অনুচক্রিকা (প্লেটলেট) অস্বাভাবিক হারে কমে গিয়েছে।

নওয়াজের ছেলে হুসাইন তার টুইটার পোস্টে বলেন, ‘ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে আমার বাবাকে বিষ দেওয়া হতে পারে। যে কারণে নওয়াজ শরিফের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। মেডিকেল রিপোর্টে ১৬ হাজার অনুচক্রিকা দেখানো হলেও যথাসময়ে তাকে হাসপাতালে নেওয়া হয়নি। এর জবাব দিতে হবে ইমরান খান সরকারকে।’

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘নওয়াজ শরিফ পাকিস্তানের যেখানে চিকিৎসা নিতে চান তাকে সেখানে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হবে। তার চিকিৎসার ব্যাপারে কোনও অবহেলা করা হবে না।’ এদিকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) এক বিবৃতিতে জানিয়েছে, নওয়াজ শরিফের অবস্থা এখন স্থিতিশীল। অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনও বিপদমুক্ত নন।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি