X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আধুনিকায়নে এফজিএমও পদ্ধতি আসছে

সঞ্চিতা সীতু
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:৪০

বিদ্যুৎ

সারাদেশের উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি)। এই এনএলডিসিকে আধুনিকায়ন করতে নতুন উদ্যোগ নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। নতুন এই পদ্ধতির নাম ফ্রি গভর্নিং মুড অব অপারেশন (এফজিএমও)। এই সিস্টেমের মাধ্যমে এনএলডিসিকে আধুনিক করার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ বিভাগ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র এ তথ্য জানা গেছে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এনএলডিসিকে আধুনিকায়ন করার প্রয়াস থাকলেও বাস্তবতা ভিন্ন। অভিযোগ রয়েছে, বিদ্যুতের সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার দুরবস্থার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

বলা হচ্ছে, এফজিএমও বাস্তবায়ন করতে পারলে সঞ্চালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। এতে এক জায়গায় অর্থাৎ এনএলডিসিতে বসেই বিদ্যুতের সঞ্চালন নিয়ন্ত্রণ করা যাবে, এখন সব ক্ষেত্রে যা সম্ভব হয় না।

বর্তমানে সঞ্চালন নিয়ন্ত্রণের অনেক কাজই ম্যানুয়ালি অর্থাৎ মানুষের মাধ্যমে করা হয়। এফজিএমও করলে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চলবে। এফজিএমওতে বিদ্যুৎ সঞ্চালনে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে। যা হবে ৪৯ থেকে ৫০ দশমিক পাঁচ হার্জের মধ্যে। এনএলডিসি প্রতিদিনের জন্য একটি চাহিদা নির্ধারণ করবে এবং সেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনও হবে। প্রতি ১৫ মিনিট অন্তর এই চাহিদা ও উৎপাদনের একটি স্বয়ংক্রিয় পর্যালোচনা হবে। এই পদ্ধতিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একসঙ্গে সারাদেশে বিদ্যুৎ একসঙ্গে চলে যাওয়া বা ব্ল্যাক-আউটের মতো ঘটনা ঘটবে না।

জানতে চাইলে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, সরকার চাইছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে। তাই সঞ্চালন ব্যবস্থা আধুনিকায়নের চিন্তা করা হচ্ছে। এজন্য এফজিএমও বাস্তবায়ন করা হবে। এফজিএমও বাস্তবায়নে একটি অ্যাকশন প্ল্যান করা হবে।

এদিকে পিজিসিবি সূত্র বলছে, সঠিকভাবে ফ্রিকোয়েন্সি না মানার কারণে সঞ্চালন ব্যবস্থা ঝুঁকিতে থাকে। দেশে বিদ্যুৎ বিতরণে সঠিক গ্রিড কোডও মানা হয় না। এসব বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা থাকলেও কোনও কোনও ক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে, যা বন্ধ করার চেষ্টা করা হলেও কোনও কোনও ক্ষেত্রে বন্ধ হচ্ছে না।

পিজিসিবির এক কর্মকর্তা বলেন, এখন দেশে সব মিলিয়ে ২০ হাজার মেগাওয়াটের ওপরে উৎপাদন ক্ষমতা রয়েছে। কিন্তু, বিপুল পরিমাণ উৎপাদনেও কেন লোডশেডিং তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামে লোডশেডিং হচ্ছে নিয়মিত। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে আধুনিক সঞ্চালন ব্যবস্থা না থাকার কথা বারবারই উঠে এসেছে।

আজ এ বিষয়ে রাজধানীর আফতাবনগরে এনএলডিসি কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনএলডিসিতে এফজিএমও পদ্ধতি বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন অংশ নেন। এছাড়াও পিজিসিবি এবং পিডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ ভারতে বিদ্যুৎ রফতানির প্রস্তাব দেয়। কিন্তু, ভারতের সঞ্চালন ব্যবস্থা আমাদের থেকে অনেক আধুনিক। তারা ফ্রিকোয়েন্সি সঠিকভাবে মেনে চলার পাশাপাশি গ্রিড কোড মেনে সঞ্চালন করে। কিন্তু, দেশে এসব বিষয়ে ঘাটতি থাকায় আদৌ ভারতে বিদ্যুৎ রফতানি সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে দেশের গ্রিডের উন্নয়ন করা জরুরি বলে মনে করা হচ্ছে।

 

/এসএনএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত!
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাওয়ায় এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতুর সামনে ব্লকেড
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
লঞ্চে তরুণীদের পেটানো সেই যুবক আটক
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ