X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ট্রাম্পকে হারাতেই ডেমোক্র্যাট প্রার্থী হতে চান ব্লুমবার্গ

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ১১:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১২:০৪
image

আগেই জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইকেল ব্লুমবার্গ সে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের জন্য লড়াইয়ে নামছেন। রবিবার নিজের অফিসিয়াল টুইটার পাতা থেকে তিনি ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বলেছেন, ডেমোক্র্যাটিক দলের বাকি প্রার্থীদের দুর্বলতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মাইকেল ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালের নভেম্বর মাসে। সে দেশের নির্বাচনী বিধি অনুযায়ী ডেমোক্র্যাট ও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের দলের মধ্যে প্রতিযোগিতা করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করবেন। বিরোধী ডেমোক্র্যাটিক দলের ১৭ জন নেতা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে আছেন। এদের মধ্যে ব্লুমবার্গ মনে করছেন, বাকি ১৬ জনের ট্রাম্পকে হারানোর যোগ্যতা নেই। তাই তিনি লড়াইয়ে নেমেছেন বাধ্য হয়ে। তবে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণ করতে পারলে তবেই কেবল তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন।

রবিবার এক টুইটার বার্তায় ব্লুমবার্গ বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকা পুনর্নির্মাণের জন্য প্রেসিডেন্ট প্রার্থী হতে চাই। আমি বিশ্বাস করি, ব্যবসা, সরকার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমার অনন্য অভিজ্ঞতাই আমাকে জয়ী হতে এবং দেশের নেতৃত্ব দিতে সক্ষম করবে।’

অপর এক টুইট বার্তায় ব্লুমবার্গ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা এবং আমেরিকা পুনর্গঠন করাই আমাদের জীবনের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ লড়াই।’

ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার, যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ (৩১০ কোটি)। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কোটি কোটি ডলার সহায়তা দিয়েছেন তিনি। রাজনীতিতেও বেশ সফল ব্লুমবার্গ। ৩ বার নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনি লড়াইয়ের অংশ হিসেবে টিভি বিজ্ঞাপনের পেছনে মাত্র এক সপ্তাহেই অন্তত ৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন ব্লুমবার্গ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৪ কোটি টাকা। সোমবার থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে ৬০ সেকেন্ডের এ বিজ্ঞাপন সম্প্রচারিত হচ্ছে। এটি মূলত ৭৭ বছর বয়সী ধনকুবেরের একটি বায়োগ্রাফিক্যাল কমার্শিয়াল বা জীবনীধর্মী বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে প্রায় ১০০টি নিউজ মিডিয়ায় এ বিজ্ঞাপন সম্প্রচার করা হচ্ছে।

/এইচকে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
তৈরি পোশাক রফতানিতে ইইউ শীর্ষে, যুক্তরাষ্ট্র দ্বিতীয়
সর্বশেষ খবর
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র