X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অনুপ্রবেশকারীদের ভালোবাসলে ইতালি নিয়ে যান: রাহুল গান্ধীকে গিরিরাজ সিং

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেস ভারতকে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ইতালীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে শনিবার তিনি বলেন, অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসা থাকলে তাদের ইতালি নিয়ে যান। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আগেই নাগরিকত্ব আইন সংশোধনের কথা বললেও জনতোষণের রাজনীতির কারণে তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন বিজেপি নেতা গিরিরাজ।  ভারতের গবাদি পশু ও মৎস সম্পদ বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং

গত ১২ ডিসেম্বর অনুমোদন পাওয়া ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিবেশি তিন দেশ থেকে পালিয়ে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইন সংশোধনের পর থেকেই দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। ভাঙচুর হয়েছে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি। ক্ষমতাসীন বিজেপি’র অভিযোগ বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়িয়ে বিক্ষোভে উস্কানি দিচ্ছে।

শনিবার ভারতের গবাদি পশু ও মৎস সম্পদ বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘মিথ্যা বলে কংগ্রেস ভারতকে বিভক্ত করতে চাইছে... অনুপ্রবেশকারীদের প্রতি যদি রাহুল গান্ধীর ভালোবাসা থাকে তাহলে তাদের ইতালি নিয়ে যান’।

ঝাড়খণ্ডের রাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিরিরাজ সিং বলেন, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সমস্যা কেবল কংগ্রেস আর ছোট ছোট দলগুলোর। তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে ও ভয়ের পরিবেশ তৈরি করে কংগ্রেসের করা পাপ পরিস্কার করছে বিজেপি।

বিজেপি সরকারের মন্ত্রী গিরিরাজ বলেন, মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন, পাকিস্তানের হিন্দু ও অন্য সংখ্যালঘুরাও ভারতের নাগরিক আর তারা যদি ভারতে ফিরে আসে তাহলে তাদের সমান মর্যাদায় বিবেচনা করা হবে। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ মেনে নেয় কংগ্রেস। তারপরেও হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি ধর্মাবলম্বীরা নিপীড়নের শিকার হয়েছে, মা-বোনদের সম্মান কেড়ে নেওয়া হয়েছে, জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট