X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মার্কিন ঘাঁটিতে হামলা, জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১২:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৩:০০

ইরাকে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ভোরে ওই হামলা চালায় ইরান। ইরাকি সময় অনুযায়ী, এদিন রাতেই (যুক্তরাষ্ট্র সময় বুধবার সকালে) ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন ঘাঁটিতে হামলা, জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই ট্রাম্পের ভাষণ প্রস্তুতের জন্য জরুরি ভিত্তিতে কাজ শুরু করে দিয়েছেন তার শীর্ষস্থানীয় উপদেষ্টারা। তবে ঠিক কখন ভাষণ দেবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি। প্রাথমিকভাবে বুধবার রাতের কথা বলা হলেও অধিকতর তথ্য সংগ্রহের জন্য ট্রাম্পের ভাষণ কিছুটা বিলম্বিত হতে পারে।

এদিকে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। ৮ জানুয়ারিতে ভোরে ঘাঁটিতে হামলার কিছু সময় পরই এমন হুমকি দেয় ইরানের সেনাবাহিনী। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস ফোর্স (আইজিআরসি) নামে পরিচিত ইরানি বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, তারা ইরানি আঘাতের পাল্টা জবাব দেবে। এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই আমাদের প্রতিক্রিয়া জানানোর সময় এসেছে।

ঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যাসল্ট রাইফেল হাতে হোয়াইট হাউসের কাছে চেক পয়েন্টে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিত দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিক্রেটে সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যে কোনও হুমকি মোকাবিলায় প্রতিনিয়ত পর্যালোচনা করা হয়।

হামলার পর হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন। সূত্র: সিএনএন, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে