X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাঁচালাম আমি, আর নোবেল পেলো আরেকজন: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১৮:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৮:৫৮

২০১৯ সালের শান্তিতে নোবেল নিয়ে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই পুরস্কারের দাবিদার হওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করেছে নোবেল কমিটি। বৃহস্পতিবার ওহাইও-তে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন আক্ষেপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনাদের আমি নোবেল শান্তি পুরস্কার নিয়ে বলবো। আমি একটি চুক্তি করে একটি দেশকে বাঁচিয়েছি। এরপর শুনলাম, ওই দেশটির প্রধান দেশটিকে রক্ষার করার জন্য শান্তিতে নোবেল পাচ্ছেন।’ বাঁচালাম আমি, আর নোবেল পেলো আরেকজন: ট্রাম্প
ওহাইও-তে দেওয়া ট্রাম্পের ওই ভাষণের একটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার হয়েছে। সেখানেই তাকে এসব কথা বলতে শোনা যায়।

এর আগেও একাধিক বার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পারমাণবিক অস্ত্র ত্যাগে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভূমিকার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

ওহাইও-তে দেওয়া বক্তব্যে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী আবি আহমেদ (৪৩)-এর দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এ পর্যন্ত একমাত্র সরকার প্রধান হিসেবে নোবেল পেয়েছেন আবি আহমে। তবে সরাসরি তার নাম নাম নেননি তিনি।

আবি আহমেদ যখন শান্তিতে নোবেল জেতেন তখনও আনুষ্ঠানিকভাবে তাকে অভিনন্দন জানাননি ট্রাম্প। তবে তার কন্যা ও হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা ইভানকা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাকে অভিনন্দন জানিয়েছিলেন।

উল্লেখ্য, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের সংঘাত নিরসনে ভূমিকা রাখায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল দেওয়া হয়। ওই সংঘাত নিরসনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ট্রাম্পেরও ভূমিকা ছিল। ট্রাম্পের ভাষায়, ‘আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছি। এভাবে অনেকবার করেছি।’ তবে শেষ পর্যন্ত শান্তিতে নোবেল না পাওয়ায় দৃশ্যত হতাশ মার্কিন প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা