X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কিছু আরব দেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল ঘেঁষা শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়ে কিছু আরব দেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার রাজধানী আঙ্কারায় দলীয় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন। কিছু আরব দেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: এরদোয়ান
এরদোয়ান বলেন, কিছু আরব দেশ ট্রাম্পের এ সংক্রান্ত পরিকল্পনাকে সমর্থন করছে। তারা জেরুজালেমের বিরুদ্ধে, পাশাপাশি তাদের নিজ দেশের জনগণ এবং মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

ফিলিস্তিন ইস্যুতে বরাবরই সরব এরদোয়ান তার এ বক্তব্যের মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও জর্ডানের মতো দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন। 

২০২০ সালের ২৮ জানুয়ারি হোয়াইট হাউজে ইসরায়েলি নেতাদের সঙ্গে নিয়ে কথিত মধ্যপ্রাচ্য পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। হোয়াইট হাউজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিনিধি পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের তিন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন। ট্রাম্প বলেছেন, দেশ তিনটি তার পরিকল্পনা সমর্থন করছে। এজন্য তিনি দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার তাগিদ দিয়েছে সৌদি আরব।

শুক্রবারের অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, সৌদি আরব নীরব ভূমিকায় রয়েছে। কখন তাদের নীরবতা ভাঙ্গবে? আম্মান, বাহরাইন, আবুধাবির দিকে তাকান। তাদেরও একই অবস্থা।

ট্রাম্পের প্রস্তাবে সমর্থন দেওয়া আরব দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, লজ্জা করে না আপনাদের! কিভাবে এই বিশ্বাসঘাতকতার জবাব দেবেন?

এরদোয়ান বলেন, ইসরায়েল ইতোমধ্যেই ফিলিস্তিনের যেসব ভূখণ্ড জবরদখল করে নিয়েছে সেগুলোকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়াই ট্রাম্পের এ পরিকল্পনার উদ্দেশ্য। তবে কথিত এই শান্তি পরিকল্পনা কখনও মেনে নেবে না তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পবিত্র জেরুজালেম নগরী হাজার বছর ধরে বিশ্বশান্তির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই নগরীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত তুরস্কের বিরুদ্ধে ‘রেড লাইন’ অতিক্রমের পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের ফলে শরণার্থীতে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার অস্বীকার করা হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীরের অংশবিশেষ ও গাজা উপত্যকা নিয়ে নামমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে; যে রাষ্ট্রের নিজস্ব কোনও সেনাবাহিনী থাকবে না। সূত্র: দ্য নিউ আরব।

 

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত