X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৮

পদত্যাগের প্রায় দুই বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরছেন হোপ হিকস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করা ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের সাবেক এই যোগাযোগ পরিচালক এবার ট্রাম্পের উপদেষ্টা হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আর সেক্ষেত্রে তাকে রিপোর্ট করতে হবে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের কাছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হোপ হিকস ছাড়াও হোয়াইট হাউসে নতুন দায়িত্ব পাচ্ছেন ট্রাম্পের সাবেক সহযোগী সেন স্পাইসার ও রেইন্স প্রাইবাস। হোয়াইট হাউস ছাড়ার পর আমেরিকান সংবাদমাধ্যম কোম্পানি ফক্স করপোরেশনে কাজ শুরু করেন হিক হোপস

ইভাঙ্কা ট্রাম্পের ফ্যাশন ব্যবসায় সহযোগী হিসেবে ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্পের শিবিরে যুক্ত হন হিক হোপস। নির্বাচনি প্রচারণার সময়ে ট্রাম্পের সঙ্গে যুক্ত থাকার পরে তিনি হোয়াইট হাউসেও যোগ দেন। তবে ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রাশিয়ার প্রভাব নিয়ে তদন্ত চালানো একটি কংগ্রেস কমিটির কাছে নিজের বক্তব্য পেশের পরদিনই ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তারপর থেকে ফক্স করপোরেশনে কাজ শুরু করেন ৩১ বছর বয়সী এই সাবেক মডেল।

ট্রাম্পের উপদেষ্টা হিসেবে হিক হোপসের নিয়োগের বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিসাম বলেন, ‘প্রায় ছয় বছর ধরে আমি হোপের সঙ্গে কাজ করেছি আর কোনও দ্বিধা ছাড়াই বলতে পারি আমার দেখা অন্যতম প্রতিভাবান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ তিনি’। গ্রিসাম বলেন, ‘নিজের অবিচল আত্মবিশ্বাস, বিশ্বস্ততা ও বিশেষায়িত জ্ঞান দিয়ে তিনি সবসময়ই আমাকে মুগ্ধ করেছেন এবং হোয়াইট হাউসে তাকে আবারও স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত বোধ করছি’। প্রেসিডেন্ট ট্রাম্প ও হিক হোপস

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সও হিক হোপসের ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হোপের চেয়ে বেশি আর কেউ বিশ্বস্ত, প্রতিভাবান... হতে পারে না’। তিনি বলেন, ‘তিনি কেবল মেধাবীই নন, একজন অসাধারণ বন্ধুও আর প্রেসিডেন্ট ও তার দলের জন্য তিনি এক অসাধারণ সম্পদ হয়ে উঠতে পারেন’।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ রেইন্স প্রাইবাস এবং সাবেক মুখপাত্র সেন স্পাইসারও এই সপ্তাহে হোয়াইট হাউসে নতুন চাকরি পেতে পারেন। এর আগেও ট্রাম্পের অধীনে সাত মাস কাজ করেছেন প্রাইবাস। পরে তাকে সরিয়ে নতুন চিফ অব স্টাফের দায়িত্ব দেওয়া হয় সাবেক মেরিন জেনারেল জেন কেলিকে। এছাড়া ট্রাম্পের মুখপাত্র হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছেন সেন স্পাইসার। তবে সাংবাদিকদের সঙ্গে বেশ কয়েকবার বিরোধে জড়ানোর জেরে চাকরি হারাতে হয় তাকে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী