X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এখন নারীরাও দিতে পারবেন ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৫

এবার পুরুষের পাশাপাশি নারীরাও ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারবেন বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সেনাবাহিনীতে নারী নেতৃত্ব সংক্রান্ত এক মামলায় সরকার পক্ষের দেওয়া যুক্তিকেও ‘বৈষম্যমূলক ও বিরক্তিকর’ আখ্যা দিয়েছে আদালত। সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এবং অজয় রাস্তোগিরের দেওয়া এই ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ‘নারীদের শারিরীক বৈশিষ্ট্যের সঙ্গে তাদের অধিকারের সম্পর্ক নেই। প্রয়োজনে মানসিকতায় বদল আনতে হবে।’ এখন নারীরাও দিতে পারবেন ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব

সম্প্রতি যুদ্ধ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন নারী কর্মকর্তা। ওই আবেদনের বিরোধিতায় সরকারের তরফে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সাধারণত গ্রামীণ এলাকা থেকে আসেন। সংস্কারবদ্ধ মানসিকতার কারণে কোনও নারী কর্মকর্তাকে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এছাড়াও সেনাবাহিনীর প্রশিক্ষণ বা কোনও দুর্গম জায়গায় পোস্টিংয়ের সময় যে শারীরিক ও মানসিক দৃঢ়তার দরকার, সেটাও নারীদের খুব একটা থাকে না।

সোমবার সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, লিঙ্গের ভিত্তিতে বিবেচনা করা মর্যাদাবোধ এবং দেশের জন্য এক ধরণের প্রতিবন্ধকতা। সমানাধিকার থেকে শুরু করে যৌক্তিকতা পর্যন্ত নারীরা যে পুরুষের তুলনায় কম নয় তা বিবেচনা করার সময় এসেছে। রায়ে বলা হয়, ‘নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের যুক্তি লিঙ্গ বৈষম্যমূলক এবং চিরাচরিত ধারণা ভিত্তিক। নারী সেনা কর্মকর্তারা দেশের জন্য গৌরব বয়ে এনেছে’।

সেনাবাহিনীতে নিয়োগ পেলেও ভারতীয় নারীরা যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতেন না। সেনা সার্ভিস কর্পস, অর্ডিন্যান্স, সেনা শিক্ষা ক্ষেত্র, অ্যাডভোকেট জেনারেল, ইঞ্জিনিয়ার, সিগন্যাল, গোয়েন্দা ও বৈদ্যুতিক ক্ষেত্রে কাজের সুযোগ পেতেন তারা।

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা