X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার দেবে সিঙ্গাপুর

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩০
image

সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। গত ৮ ফেব্রুয়ারি ওই শ্রমিক ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসী কর্তৃপক্ষ। টেলিগ্রাফিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ওই অর্থ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাবে তারা।

করোনায় আক্রান্ত বাংলাদেশি শ্রমিককে ১০ হাজার ডলার দেবে সিঙ্গাপুর

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ওই শ্রমিকের চাকরিদাতা প্রতিষ্ঠান ই-কি ইনোভেশন্স; দ্য লিও ডরমেটরি অপারেটর মিনি এনভায়রনমেন্ট সার্ভিসেস এবং দেশটির অভিবাসী শ্রমিক কেন্দ্র (এমডব্লিউসি) যৌথভাবে এই অর্থ বরাদ্দ করেছে। সিঙ্গাপুরের কাকি বুকিতের দ্য লিও ডরমেটরিতে বাংলাদেশি ওই শ্রমিকের চিকিৎসা চলছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত ৪২তম ব্যক্তি হচ্ছেন তিনি।

সোমবার এমডব্লিউসি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার (আক্রান্ত বাংলাদেশি শ্রমিক) পরিবারের জন্য এটা এক কঠিন পীড়াদায়ক সময়। এই অনুদান পাওয়ার পর তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবে।’

দেশটির অভিবাসী শ্রমিক কেন্দ্র বলেছে, ‘বাংলাদেশি ওই শ্রমিক হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তারা তার চাকরিদাতার সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া তার শারীরিক পরিস্থিতির সর্বশেষ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে তার পরিবারকে জানানো হচ্ছে। মূলত এই সংকটের মুহূর্তে পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অনুদান দেওয়া হয়েছে।’

এছাড়া আরও চার বাংলাদেশি শ্রমিক ওই দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত অভিবাসী শ্রমিকদের সব ধরনের চিকিৎসা ব্যয় মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

এমডব্লিউসি আরও জানিয়েছে, যদি এসব শ্রমিকের অবস্থা আরও অবনতির দিকে যায় তাহলে তারা সর্বস্তরের মানুষের সহায়তায় একটি তহবিল গঠনের কথাও বিবেচনায় রেখেছে। একই সঙ্গে জনগণকে এ ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, শ্রমিকদের কল্যাণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

/এইচকে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
যুদ্ধবিরতি নাকি হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা লিগে আম্পায়ারিং করার মতো নয়’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ